X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

২০ দলীয় জোটের বৈঠক সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৯, ২১:৩৫আপডেট : ১২ মে ২০১৯, ২১:৪১





২০ দলীয় জোট ২০ দলীয় জোটের শরিকদের শীর্ষ নেতাদের ক্ষোভ-অভিমান দূর করতে সোমবার (১৩ মে) জোটের বৈঠক ডেকেছে বিএনপি। তবে এই বৈঠকে কোনও কোনও দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে, সোমবারের বৈঠকে আলোচনার বিষয় পর্যবেক্ষণ করে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে।
২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ ইসহাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি বা আমার দলের কোনও প্রতিনিধি আগামীকালের বৈঠকে অংশ নেবো না। তবে আপাতত আমরা জোটে আছি। বৈঠকের আলোচনার ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেবো আমরা।’
সোমবার বিকাল ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।

বিজেপিকেও আমন্ত্রণ
গত ৬ মে ২০ দলীয় জোট ছেড়েছে আন্দালিভ রহমান পার্থর বাংলাদেশের জাতীয় পার্টি (বিজেপি)। আগামীকালের বৈঠকে তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পার্থ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোটের বৈঠকে অংশ নেওয়ার জন্য আমাকে ফোন করা হয়েছে। কিন্তু জোট ছেড়ে দেওয়ার পরে বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণও আমার জন্য বির্বতকর। আমি বৈঠকে যাবো না।’

তিনি বলেন, ‘২০ দলীয় জোট বিএনপিকে কেন্দ্র করে গঠিত হয়েছে। তবে বিএনপির পক্ষ থেকে যদি আমাকে কখনও চায়ের আমন্ত্রণ করা হয়, তাহলে যাবো। অন্যথায় জোটের বৈঠকে আমি যেতে পারি না।’


জোটের নেতারা বলছেন, ২০ দলীয় জোটের বৈঠকের আলোচনার কোনও এজেন্ডা আগে থেকে নির্ধারণ করা থাকে না। তবে কালকে জোটের শরিকদের পক্ষে বিএনপির কাছে কয়েকটি বিষয়ে তাদের কাছে পরিষ্কার বক্তব্য চাওয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে একাদশ সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করার পর হঠাৎ কেন বিএনপির সংসদ সদস্যদের শপথ নিতে অনুমিত দেওয়া হলো? শপথ নেওয়ার বিনিময়ে সরকারের সঙ্গে কোনও সমঝোতা হয়েছে কিনা? এছাড়া সম-সাময়িক রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার জামিনের কোনও অগ্রগতি হয়েছে কিনা, এসব বিষয় নিয়েও আলোচনা হবে।
জোটের শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরিদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু বিএনপির সংসদ সদস্যদের শপথ নেওয়া বিষয়ে জোটের সঙ্গে কোনও আলোচনা হয়নি, ফলে কোন পরিস্থিতির কারণে তারা শপথ নিতে বাধ্য হয়েছেন, এটা তো জানতে চাইবো।’

‘রাজনৈতিক অবস্থান হারিয়েছে বিএনপি’

২০ দলীয় জোটের শরিকরা বলছেন, বিএনপির সংসদে যোগ দিয়ে রাজনৈতিক অবস্থান হারিয়েছে। এত দিন তারা যে সংসদকে অবৈধ বলে আসছে দলের এমপিরা শপথ নেওয়ার মাধ্যমে তার বৈধতা দিয়েছে। এখন পুনর্নির্বাচনের দাবিটি দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনে জোটের রাজনীতি কী হবে, তা নির্ধারণ করতে হবে বিএনপিকে। সেটাও বৈঠকের আলোচনায় আসবে।
জোটের আরেক শরিক দল কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, ‘বিএনপির এমপিদের শপথ নেওয়া প্রসঙ্গে ২০ দলীয় জোটে কোনও আলোচনা হয়নি। আমার সঙ্গে ব্যক্তিগতভাবেও আলোচনা হয়নি।’

‘সংখ্যাতাত্ত্বিক জোটের প্রয়োজন নাই’

এদিকে ২০ দলীয় জোটের পরিধি কমিয়ে আনার পক্ষে জোটের কোনও কোনও নেতা। জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘সার্বিক বিবেচনায় এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ২০ দলের আকার ছোট করলেই ভালো হয়। নিয়ম রক্ষার জন্য সংখ্যাতাত্ত্বিক জোটের প্রয়োজন নাই। আদর্শের আনুগত্য পোষণকারী বাছাইকৃত দল নিয়ে ছোট হলেও একটি কার্যকর জোট করা সময়ের দাবি।’
জোট ছাড়ার আল্টিমেটাম দেওয়া শরিক দলকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে জোট থেকে বহিষ্কার বা শোকজ করা দরকার বলেও মনে করেন আমিনুর রহমান।
জোটের শরিকরা বলছেন, সংসদে যোগ দেওয়ার ক্ষেত্রে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সিদ্ধান্তে ক্ষোভ থাকলেও গণতন্ত্র পুনরুদ্ধার ও নতুন নির্বাচনের দাবিতে সম্ভাব্য আন্দোলন গড়ে তুলতে বিএনপির বিকল্প নেই। নতুন রাজনীতি কী আঙ্গিকে হবে, কোন পন্থা অবলম্বন করা হবে, সেটা নির্ভর করছে বিএনপির ওপরে। তাদেরই ঠিক করতে হবে নতুন পন্থা। কারণ, জোটের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপিই প্রধান প্রতিদ্বন্দ্বী।
মুহম্মদ ইবরাহিম বলেন, ‘জোটের মধ্যে সাংগঠনিকভাবে বড় শরিক দল বিএনপি। ফলে এই মুহূর্তে আওয়ামী লীগের সমান সাংগঠনিক শক্তি থাকলে বিএনপির আছে। তাদের আগামী দিনের আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।’

/এএইচআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা