X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৩:৪০আপডেট : ২৭ জুন ২০১৯, ১৮:৩৬

হুসেইন মুহম্মদ এরশাদ (ফাইল ফটো) জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি জানিয়েছেন, তার দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে এক সভায় তিনি এ কথা জানান।
এর আগে, বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর বিশেষায়িত হাসপাতাল সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয় এরশাদকে। পরে তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকরা।
চিকিৎসকদের বরাত দিয়ে এরশাদের ছোট ভাই জিএম কাদের বলেন, ‘গত ২৪ ঘণ্টায় এইচএম এরশাদের শারীরিক অবস্থার ২৫ শতাংশ উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যান এখনও শঙ্কামুক্ত নয়। সংক্রমণ যেন না বাড়ে সেজন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।’
জিএম কাদের আরও বলেন, ‘এরশাদের পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে।’
এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদের শারীরিক অবস্থা জানার জন্য চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন জাপার যুগ্ম মহাসচিব সৈয়দ মো. ইয়াসির ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।
পরে চিকিৎসকদের বরাত দিয়ে তারা সাংবাদিকদের বলেন, ‘এরশাদের অক্সিজেন মাস্ক খুলে ফেলা হয়েছে। প্রেসার লো ছিল, সেটা এখন স্বাভাবিক। তিনি স্বাভাবিকভাবে চোখ খুলছেন। চিকিৎসকদের প্রয়োজনীয় জিজ্ঞাসায় সাড়া দিচ্ছেন।’
তারা আরও বলেন, ‘এরশাদের শারীরিক অবস্থা আরেকটু উন্নতি হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হবে। এছাড়া, ব্লাড কালচার টেস্টসহ বেশ কিছু টেস্ট দিয়েছেন ডাক্তার।’
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী জানান, চিকিৎসকরা শঙ্কামুক্ত বলেই জানিয়েছেন। স্যারকে আপাতত ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তিনি ঘুমিয়ে আছেন।

/এসটিএস/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী