X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুর ওষুধ নিয়ে দুই সিটিতে দুর্নীতির অভিযোগ ওয়ার্কার্স পার্টির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৯, ১৯:৩৭আপডেট : ৩১ জুলাই ২০১৯, ১৯:৪২




ডেঙ্গুর ওষুধ নিয়ে দুই সিটিতে দুর্নীতির অভিযোগ ওয়ার্কার্স পার্টির মশার ওষুধ কেনা নিয়ে ঢাকার দুই সিটি করপোরেশনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে বলে মন্তব্য করে এর বিচার চেয়েছেন ১৪ দলীয় জোটের শরিক ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের অদক্ষতা ও দুর্নীতির কারণে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে।’ বুধবার (৩১ জুলাই) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত পার্টি কার্যালয়ের সামনে ‘ডেঙ্গু প্রতিরোধে ঢাকাবাসী এগিয়ে আসুন’ শিরোনামে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ফজলে হোসেন বাদশা বলেন, ‘ডেঙ্গু রোগের এই আক্রান্তের সময়ে স্বাস্থ্যমন্ত্রীর বিদেশ সফর কতটা দায়িত্বশীল ও যৌক্তিক, তা দেশবাসী জানতে চায়।’ তিনি আরও বলেন, ‘অথচ মন্ত্রীই মনিটরিং কমিটি করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব ডাক্তার, কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছেন।’

ঢাকার দুই সিটির কর্তৃপক্ষ বিষয়ে ফজলে হোসেন বলেন, ‘মার্চ মাসে দুই সিটিকে সতর্ক করা হলেও মেয়ররা সময়মতো ওষুধ আনেননি। এখন তারা বিমানে করে ওষুধ আনবেন বলে জানিয়েছেন। সিটি করপোরেশনের ওষুধ নিয়ে দুর্নীতি নিয়ে অভিযোগ রয়েছে। এই অভিযোগের তদন্ত ও বিচার করতে হবে।’ তিনি বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মশকনিধন ওষুধ ক্রয় নিয়ে দুর্নীতি উঠেছে। সময়মতো ওষুধ ক্রয় ও ছিটানো হলে ডেঙ্গুর প্রকোপ বাড়তো না। এত মৃত্যু ঘটতো না। স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঠিক মতো চিকিৎসাসেবা দিলে মৃত্যু ও আতঙ্ক সৃষ্টি হতো না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।’

পার্টির নগর সভাপতি কমরেড আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা কমরেড দীপঙ্কর সাহা দীপু, কমরেড মোস্তফা আলমগীর রতন প্রমুখ।

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী