X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি

ঢাবি প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৫৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৪





ঢাবিতে ছাত্রদলের ওপর হামলার বিচার দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় বিচার দাবি করেছেন ছাত্রসংগঠনটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আয়োজিত প্রেস ব্রিফিং তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
ছাত্রদলের অভিযোগ, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হাকিম চত্বরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছিল তারা। এসময় ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এসে তাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলেন। পরে তারা টিএসসিতে ডাসের সামনে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে সেখানে ২০-২৫ জন ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালায়। ছাত্রদলের দাবি, হামলায় তাদের ৩০-৪০ জন নেতাকর্মী আহত হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ঢাবি ছাত্রলীগ সভাপতি সঞ্জিত। তিনি বলেন, ‘আমরা কাউকে হামলার নির্দেশ দিইনি। এ হামলার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।’ বিষয়টি ফোনে জানতে পেরেছেন বলেও দাবি করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ইকবাল হোসেন শ্যামল বলেন, “গতকালের (রবিবার) মধুর ক্যানটিনের ঘটনার ধারাবাহিকতায় আজও উসকানিমূলক স্লোগান দিয়ে হাকিম চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বাধা দেয় ছাত্রলীগ। এরপর নেতাকর্মীদের নিয়ে আমরা টিএসসি’র ডাসের সামনে যাই। সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার পর আমাদের ওপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ২০-২৫ জন অতর্কিতে হামলা চালায়।”
ছাত্রদলের সাধারণ সম্পাদক অভিযোগ করেন, এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দায়ী। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে হয়েছে। এই হামলার নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’
এদিকে, ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করার সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত তিন সাংবাদিকের ওপর হামলা হয়। তারা হলেন আনিসুর রহমান, রাহাতুল ইসলাম রাফি ও আফসার মুন্না।
ছাত্রদল সাধারণ সম্পাদক এ ঘটনার নিন্দা জানিয়েছেন। 

ঢাবিতে ছাত্রদলের কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
প্রতি শ্রেণিতে ৫৫ শিক্ষার্থী ভর্তির নির্দেশ প্রতিমন্ত্রীর
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বেড়েছে
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা