X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০১৯, ১৮:০৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৮:১৭

ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশের বাধা পুলিশের বাধায় বাণিজ্য মন্ত্রণালয় অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল পণ্ড হয়েছে। পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা মিছিল বের করে।
এদিন দলটির নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে জড়ো হওয়ার চেষ্টা করে। পুলিশ বাধা দেওয়ায় তারা জাতীয় প্রেসক্লাবের সামনে চলে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে সকাল সাড়ে ১১টার দিকে গণমিছিল নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের দিকে যাত্রা শুরু করে তারা। তবে পুলিশ তাদের গতি রোধ করে।
গণমিছিল শুরুর আগে সমাবেশে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ অভিযোগ করে বলেন, ‘বর্তমান সরকারের শুরুটা হয়েছিল অবৈধ উপায়ে। অবৈধভাবে ক্ষমতা গ্রহণের কারণে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সরকারদলীয় প্রায় সবাই দুর্নীতিতে নিমজ্জিত। ফলে সরকারের নীতিবাক্যে কাজ হচ্ছে না। বর্তমানে পেঁয়াজসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। খুন, ধর্ষণ, নারী অপহরণ, ঘুষ, দুর্নীতি, মাদক— এগুলো খুবই সস্তা! সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে দিয়ে নতুন নির্বাচন দিতে হবে।’
তিনি বলেন, ‘সরকার নিজেদের ব্যর্থতা এড়াতে পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেওয়ার পরামর্শ দিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছে। এ ধরনের কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই।’
দলটির ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ‘এই অবৈধ সরকার যতদিন থাকবে ততদিন জনগণের দুর্ভোগ লাঘব হবে না। প্রায় দুই মাস ধরে পেঁয়াজের বাজারে আগুন।’ অথচ বাণিজ্য মন্ত্রণালয় কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

/সিএ/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ