X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নতুন কমিটিকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৯, ১২:১৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৩:২৮

ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন ক‌রে‌ছে আওয়ামী লী‌গের নতুন ক‌মি‌টি। দলের সভাপ‌তি ও প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে নেতারা শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ধানম‌ন্ডির ৩২ নম্ব‌রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নি‌বেদন করেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলকে সরকার থেকে আলাদা করার কাজ চলছে। আওয়ামী লীগ মনে করে, দল শক্তিশালী হলে সরকারও শক্তিশালী হবে।’ ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

শনিবার প্রথমে প্রধানমন্ত্রী হি‌সে‌বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন শেখ হা‌সিনা। প‌রে আওয়ামী লী‌গের প্রধান হি‌সে‌বে তিনি নবনির্বাচিত কমিটির সদস্য‌দের নি‌য়ে শ্রদ্ধা নি‌বেদন ক‌রেন।

এ সময় আওয়ামী লী‌গের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হো‌সেন আমু, তোফা‌য়েল আহ‌মেদ, মোজাফফর হো‌সেন পল্টু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল ক‌রিম সে‌লিম, কর্নেল (অব.) মুহম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন না‌ছিম, সাংগঠ‌নিক সম্পাদক আহমদ হো‌সেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও প‌রি‌বেশ সম্পাদক দে‌লোয়ার হো‌সেন, কৃ‌ষি বিষয়ক সম্পাদক ফ‌রিদুন্নাহার লাইলী, উপ-দফতর সম্পাদক সা‌য়েম খানসহ মন্ত্রিপ‌রিষ‌দের সদস্যরা ও আওয়ামী লী‌গের সি‌নিয়র নেতারা উপস্থিত ছিলেন। ধানমন্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির নির্বাচনি সুষ্ঠু পরিবেশ নিয়ে অভিযোগ প্রসঙ্গে কাদের বলেন, ‘অভিযোগ করাই হলো বিএনপির কাজ। সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে-এটা জেনেও তারা অভিযোগ করছে।’

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ডিজিটাল যুগে ইভিএম ব্যবহারের যৌক্তিকতা রয়েছে। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বিতর্কের পরও নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন দিয়ে।’

এ সময় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং প্রতি ঘরে একজনের চাকরি নিশ্চিত করা আওয়ামী লীগের বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২ জানুয়ারির সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানান কাদের। তিনি বলেণ, ‘নবগঠিত কমিটি যৌথসভা ৩ জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। ওই দিনই সিদ্ধান্ত হবে টুঙ্গিপাড়া সফর কবে হবে।’

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে শেখ হাসিনা টানা নবম ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন।

 

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত