X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উপমহাদেশের রাজনীতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন!

সালমান তারেক শাকিল
১৯ জুলাই ২০২০, ০৩:৩৫আপডেট : ১৯ জুলাই ২০২০, ১৪:৩৪

বিএনপি বাংলাদেশসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা দিক থেকে আলোচনা শুরু করেছে বিএনপি। দেশে ও প্রতিবেশী ভারতে করোনাভাইরাসের বিস্তার, চীন ও ভুটানের সঙ্গে ভারতের দৃশ্যমান বিরোধসহ আরও কয়েকটি ইস্যুতে দলটির অবস্থান কী হওয়া উচিত—এ বিষয়ে প্রায় ৩ঘণ্টা আলাপ হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকাল ৫টা থেকে রাত প্রায় ৮টা পর্যন্ত অনুষ্ঠিত ভার্চুয়াল মিটিংয়ে স্থায়ী কমিটির সদস্যদের আলোচনায় এসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অনেকে। তবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন স্থায়ী কমিটির একাধিক সদস্য।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য জানান, নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই শনিবারের এই বৈঠক হয়। বৈঠকে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি ও দেশে চলমান স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন সদস্যরা। একইসঙ্গে ভারতসহ পুরো উপমহাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বেশ কয়েকজন সদস্য। ভারতের সঙ্গে চীনের চলমান বিরোধ ও এর গতি-প্রকৃতি নিয়ে বিশদ আলোচনা করেন কোনও কোনও সদস্য। এই বিরোধের রাজনৈতিক উদ্দেশ্য ও এর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে বা পড়ার আদৌ কোনও আশঙ্কা আছে কিনা—এই বিষয়গুলো খতিয়ে দেখার পরামর্শ এসেছে।

বিএনপির ফরেন রিলেশন্স কমিটি ও দায়িত্বশীল একাধিক সূত্রে শনিবার সকালেই বাংলা ট্রিবিউনকে জানায়, বাংলাদেশ ও ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে নানামুখী উদ্বেগ তৈরি হয়েছে বিএনপিতে। আর এই বিষয়টিকে আরও স্পষ্ট করে ‘অ্যাড্রেস’ করতে সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) দেশ পর্যায়ে আলোচনা করতে চায় দলটি। ইতোমধ্যে ভার্চুয়ালি একটি সেমিনার বা সভা আয়োজনের পরিকল্পনা চলছে দলটির ফরেন রিলেশন্স কমিটিতে। এর আগে, গত ৯ জুন ‘জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি’ নিয়ে ভার্চুয়াল সভা করে বিএনপি।

শনিবার দুপুরে বিএনপির ফরেন রিলেশন্স কমিটির একজন সদস্য বলেন, ‘দলের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। প্রাধান্য পাচ্ছে করোনাভাইরাস। বিএনপি কী করছে, সংবাদ সম্মেলনে কী বলা হচ্ছে—এসব বিষয় নিয়মিত অ্যাম্বেসি ও হাইকমিশনগুলোকে অবহিত করা হয়। আর সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে বিএনপির যোগাযোগ সব সময় ভালো। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছেন বলে সার্কের বিষয়টিকে বর্তমান সরকার প্রাধান্য দিতে চায় না। আমাদের এই রিজিয়নে সার্ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।’

দায়িত্বশীল একাধিক নেতা জানান, গত ১৫ মার্চ সার্কের বৈঠক ডেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় ‘কোভিড-১৯ ইমার্জেন্সি ফান্ড’ গঠনের প্রস্তাব দেন। ভার্চুয়ালি অনুষ্ঠিত ওই বৈঠকে সার্কের অন্য নেতারা পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন। যদিও বর্তমান সরকারের পক্ষ পরবর্তী ফলোআপ দৃশ্যমান হয়নি।

এ বিষয়ে শনিবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ফরেন রিলেশন্স কমিটির টিম লিডার আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা তো সবগুলো বিষয়ের ওপর বিএনআরসির পক্ষ থেকে আলোচনা করছি। আরও অনেক বিষয়ের ওপর আলোচনা হবে। সার্কের বিষয়টিও আসবে।’

সার্কের ১৫ মার্চে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু বলেন, ‘ওটা তো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগ ছিল। সার্ক তো আঞ্চলিক ইনিশিয়েটিভ। এটা তো ইনডিভিজ্যুয়াল বাংলাদেশ বা ভারত বা নেপালের না, এটা তো রিজিওনাল কনশাসনেসের মাধ্যমে গঠিত হয়েছে। এখানে পলিসি ডেভেলপমেন্ট বা নীতিনির্ধারণ— এগুলো তো রিজিওনাল ডিসকাশনের মাধ্যমেই হবে। আর এ জন্যই তো একটি অরগানাইজেশন গঠিত হয়। যেভাবে জাতিসংঘ, আসিয়ান, ইইউতে হচ্ছে।’

একটি পারস্পরিক আঞ্চলিক সহযোগিতা যখন শুরু হয়, এটা তো কোনও জায়গায় থেমে থাকে না উল্লেখ করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যখনই কোনও ক্রাইসিস তৈরি হয়, রিজিওনালি এটার সমাধান করা যায়, কো-অপারেট করা যায়—এটা তো ভালো বিষয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, স্বাস্থ্য উন্নয়ন এবং যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো তো আছে। আর এগুলো সার্কে আছে।’

স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেন, ‘প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক হয়েছে। সেখানে করোনা-পূর্ব রাজনীতি ও করোনা-পরবর্তী রাজনৈতিক কৌশল কী হবে তা নিয়ে আলোচনা হয়েছে। তবে, চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।’

এক প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘ম্যাডাম খালেদা জিয়ার মুক্ত, কিন্তু তিনি আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন না। এখানে তার একটা শূন্যতা আমার সবাই অনুভব করি। তার স্বাস্থ্যের সর্বশেষ বিষয়ে কথা হয়েছে বৈঠক। তবে, তিনি যেহেতু পরিবারের মধ্যস্থতায় মুক্তি পেয়েছেন, ফলে তার স্বাস্থ্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপও পরিবারের সদস্যরা ঠিক করবেন।’

আরেক সদস্য বলেন, ‘বৈঠকে ইন্দো-প্যাসিফিক বিষয় উঠে এসেছে। তবে ফরেন পলিসিতে এখনও কনক্রিট কিছু দাঁড়ায়নি।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠকে রাষ্ট্রবিজ্ঞানী ড. অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।’

 

 

/এসটিএস/এএইচআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন