Vision  ad on bangla Tribune

কার্যকর বিরোধীদলের ভূমিকা রাখতে চায় জাপা: জিএম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৫:৩৮, ফেব্রুয়ারি ০৭, ২০১৬

জিএম-কাদেরজাতীয় পার্টি সংসদে ও সংসদের বাইরে কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছেন পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ের সিলেট জেলার জয়ন্তপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল আলী আশিকের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
কাদের বলেন, ‘জাতীয় পার্টি সুস্থ ধারার রাজনীতি ও দেশের স্থিতিশীলতায় বিশ্বাসী। সংসদে ও সংসদের বাইরে কার্যকর বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ভূমিকা রাখতে চায়।’
সোমবার পৌর, ইউনিয়ন, জেলা-উপজেলা নেতৃবৃন্দের সভা থেকে দেশব্যাপী সাংগঠনিক সফরের কর্মসূচি ঘোষণা করা হবে জানিয়ে কাদের বলেন, ‘১৬ এপ্রিল জাতীয় সম্মেলনের আগে এই সফর জাতীয় পার্টিকে শক্তিশালী সাংগঠনিক ভিতের ওপর দাঁড় করাবে।’
দলটির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘জাতীয় পার্টির নেতৃত্বে পরিবর্তনের ফলে নেতা-কর্মীদের মধ্যে নবজাগরণের সৃষ্টি হয়েছে, যার জন্য আজকের এই যোগদান। আরো নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদানের অপেক্ষায় আছেন। যে সব জেলায় জাতীয় পার্টির সম্মেলন হয়নি, ১৬ এপ্রিলের আগে আমরা তা সম্পন্ন করব।’
যোগদান অনুষ্ঠানে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নওগাঁ জেলার নেতারা কো-চেয়ারম্যান ও মহাসচিবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূইয়া, যুগ্ম মহাসচিব বাহাউদ্দিন আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক মোস্তাকুর রহমান মোস্তাক, সিলেট জেলার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী প্রমুখ।

/সিএ/এজে/

লাইভ

টপ