X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপিতে বেঈমান থাকার কথা স্বীকার করলেন খালেদা জিয়া

রাফসান জানি ও সাদিকুর রহমান , ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে
১৯ মার্চ ২০১৬, ২৩:৩২আপডেট : ২০ মার্চ ২০১৬, ০০:১৫

খালেদা জিয়া বিএনপিতে বেঈমান থাকার কথা স্বীকার করেছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, কিছু বেঈমান দলের ভেতরে আছেন। যখনই আন্দোলনে যাই, তখনই তারা সেটা নষ্ট করে দেন। এই বেঈমানদের সবাই চেনেন। আমি নতুন করে বলতে চাই না।  শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৬ষ্ঠ জাতীয় কাউন্সিলের সমাপনী ভাষণে তিনি এসব কথা বলেন।
এর আগের দলের সাংগঠনিক প্রতিবেদনের ওপর আলোচনাকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতারা দাবি করেন, বিএনপির ভিতরে কিছু বেঈমান রয়েছেন। যারা ভেতরে থেকে দলের ক্ষতি করছেন। এ নিয়ে উপস্থিত কাউন্সিলর ও নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তারা দল থেকে এ সব বেঈমানকে বাদ দেওয়ার আহ্বান জানান।
দলের নেতাদের কমিটিতে পদ পাওয়া প্রসঙ্গে সমাপনী বক্তব্যে খালেদা জিয়া বলেন, যারা বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের সময় থেকেছেন, তারা প্রমাণিত। তাদের দিয়ে ভালো ফল পাওয়া যাবে।
টাকা বা উপঢৌকনের বিনিময়ে পদ দেওয়ার বিষয়ে নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেন, আপনাদের ভেতর থেকেই কেউ-কেউ অভিযোগ করেন, টাকা লেনদেনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়া হয়।  এই ঘটনা ইউনিয়নের ক্ষেত্রেও হয়ে থাকে। কিন্তু আমি বলব, যেখানে কমিটি দেওয়া হবে, সেখানে কোনও লেনদেন নয়।

দলের কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহবান জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশের নারীদের  ছাড়া আন্দোলন সম্ভব নয়। ছোট হোক, বড় হোক, সব আন্দোলনেই এর আগে নারীদের অংশগ্রহণ ছিল। এরপর থেকে প্রতিটি  কর্মসূচিতে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করা হবে।

জাতীয় নির্বাচন নিয়ে খালেদা জিয়া বলেন, আমরা বিশ্বাস করি, শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে। সে নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদেরই কাজ করার আহ্বানও জানান তিনি।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন