X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টেস্ট র‌্যাঙ্কিংয়ে জাকির, মিরাজ, মুমিনুল ও হাসানের উন্নতি

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১৫:০৪আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৬:০২

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট ও চট্টগ্রাম টেস্টে পরাস্ত হয়েছে বাংলাদেশ। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলেও শেষ টেস্টে আলো কেড়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। র‌্যাঙ্কিংয়েও তার প্রভাব পড়েছে।

বাংলাদেশের ওপেনার জাকির হাসান ৫৪ ও ১৯ রান করেন। ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে তিনি তিন ধাপ লাফিয়ে ৭৫তম স্থানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৮১ রান করা মেহেদী হাসান মিরাজ ৯৯ থেকে ৮৮ নম্বরে উঠেছেন। দুই ইনিংসে ৮৩ রান করে চার ধাপ উন্নতি হয়েছে মুমিনুল হকের। তার অবস্থান ৪৬ নম্বরে। চট্টগ্রামে দারুণ বোলিংয়ে ৬ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন হাসান মাহমুদ, তিনি ৯৫তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের। ৫ ধাপ নেমে গিয়েছেন লিটন। ৬২৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন ২৯ নম্বরে। আর শান্ত নেমেছেন ৮ ধাপ। ৪৮৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৬১তম স্থানে। 

এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করায় শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস ও সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে ছাপ রেখেছেন। চট্টগ্রামে ১৯২ রানের জয়ে অপরাজিত ৯২ ও ৯ রান করে কামিন্দু ১৮ ধাপ লাফিয়ে ৪৬তম স্থানে। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটও নেন তিনি। তাতে করে বোলারদের তালিকায় ৪৬ ধাপ এগিয়ে ১১৭তম স্থানে উঠেছেন কামিন্দু।

২৩ ও ৫৬ রান করে ম্যাথুজ দুই ধাপ উন্নতি করে ২৫ নম্বরে। কুশল মেন্ডিস প্রথম ইনিংসে ৯৩ রান করে তিন ধাপ এগিয়ে ৫২তম স্থানে।

বোলার র‌্যাঙ্কিংয়ে আসিথা ফার্নান্ডো সাত ধাপ লাফিয়ে ২৭তম স্থানে। প্রথম ইনিংসে চার উইকেট নেন এই পেসার। ম্যাচে তিন উইকেট নিয়ে বিশ্ব ফার্নান্ডো ৪৩ থেকে ৪১তম স্থানে উঠেছেন। ছয় উইকেট নেওয়া লাহিরু কুমারা ৪৬ নম্বর থেকে হয়েছেন ৪৪তম।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে