X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গণভবন হয়ে বিশ্বকাপ ট্রফি এলো পাঁচ তারকা হোটেলে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ১৭:১৩আপডেট : ০৫ মে ২০২৪, ১৮:৪৫

চলতি বছর নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ। বাংলাদেশে বিশ্বকাপ মানেই বাড়তি উন্মাদনা। এই উন্মাদনা আজ থেকেই শুরু হয়ে গেলো। রবিবার দুপুর ১২টার দিকে বিশ্বকাপের ট্রফি নেওয়া হয় গণভবনে। সেখানে ফটোসেশন শেষে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিয়ে আসা হয় ট্রফি।

২০১৪ সালে প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ। নিজেদের প্রথম আসরেই শ্রীলঙ্কাকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল তারা। এরপর গত চার আসরে বাংলাদেশ সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি। এবার কড়া নাড়ছে আরও একটি বিশ্বকাপ। আগামী অক্টোবরে সিলেট ও ঢাকায় দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারীদের সংক্ষিপ্ততম ক্রিকেটের ইভেন্ট। সেই টুর্নামেন্টের দামামা আজ থেকেই শুরু হয়ে গেলো। রবিবার ঢাকার একটি স্থানীয় হোটেলে বিশ্বকাপের ট্রফি উন্মোচন, ড্র ও সূচি প্রকাশের মধ্য দিয়ে যার যাত্রা শুরু হলো।

সোনারগাঁওয়ে ঘোষণা করা হয় বিশ্বকাপের ড্র ও সূচি। ছবি- সাজ্জাদ হোসেন। রবিবার স্থানীয় হোটেলে সূচি ঘোষণার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফি উন্মোচন করেছেন। এই অনুষ্ঠানে অংশ নিতে সিলেট থেকে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও ভারতের নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর ঢাকায় আসেন। প্রধানমন্ত্রীর অফিসে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন তারা। পরে প্রধানমন্ত্রীকে মাঝে রেখে ট্রফিসহ ফটোসেশনও করা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দুই অধিনায়ক সোজা চলে আসেন ঢাকার পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। সেখানেই বিশ্বকাপের ড্র ও সূচি ঘোষণা করা হয়েছে। তাতে উপস্থিত ছিলেন আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস, ক্রীড়ামন্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বিসিবির পরিচালকরা।

নারীদের বিশ্বকাপে ১০ দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর শুরু, ফাইনাল হবে ২০ অক্টোবর। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। প্রথম সেমিফাইনাল ১৭ অক্টোবর সিলেটে আর দ্বিতীয় সেমিফাইনাল ১৮ অক্টোবর মিরপুরে। ফাইনাল হবে ২০ অক্টোবর।

বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে আসা একটি দল। ‘এ’ গ্রুপে আছে ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সঙ্গে আছে শক্তিশালী ভারত, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও কোয়ালিফায়ার-১।

মঞ্চে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালার্ডিস, ক্রীড়া মন্ত্রী ও বিসিবি প্রধান নাজমুল হাসান এবং বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা। বিশ্বকাপের উদ্বোধনী দিনে কোয়ালিফায়ার খেলে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৫ অক্টোবর শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। ৯ অক্টোবর বাংলাদেশ লড়বে উইন্ডিজের বিপক্ষে। আর ১২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সব ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ঢাকা, সিলেট ছাড়াও বাংলাদেশের আন্তর্জাতিক ভেন্যু হিসেবে চট্টগ্রাম ছিল টপ লিস্টে। যদিও মেয়েদের বিশ্বকাপে দুটি ভেন্যুকেই বেছে নিয়েছে আইসিসি। এবারের আসরটি দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হলেও ভবিষ্যতে সেটা আরও জায়গায় ছড়িয়ে দিতে চায় বিসিবি। এ প্রসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘কেন দুইটা ভেন্যু, তার নির্দিষ্ট কারণ আমি জানি না। সম্ভাব্য যত ভেন্যু ছিল, সব দেখে আইসিসি মনে করেছে এই দুই ভেন্যুই সবচেয়ে ভালো হয়। শুধু বাংলাদেশের ব্যাপার নয়, আইসিসিও আছে, আমাদের বোর্ডও আছে। তো আমার মনে হয় বেস্ট পসিবল অপশন যা ছিল, তাই চুজ করেছে। আপাতত এই দুই ভেন্যুতে যদি আমরা ভালোভাবে আয়োজন করতে পারি, তাহলে ভবিষ্যতে আরও অনেক জায়গায় আয়োজন করতে পারবো।’

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
নিগারদের সঙ্গে ডোনাল্ড লুর ‘ক্রিকেট আড্ডা’
ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
সর্বশেষ খবর
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
নীরবে, পর্যবেক্ষণে মামুনুল হক: হেফাজত-ট্রাজেডি বিশ্লেষণের সিদ্ধান্ত
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
তীব্র হচ্ছে রুশ হামলা, গোলাবারুদের জন্য মরিয়া ইউক্রেনীয় সেনারা
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
একবছরের জন্য ঘোষিত চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের কমিটি সাড়ে ৫ বছর পর বিলুপ্ত
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে