X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪, ০২:৫২আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৩:০৯

ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে ফেভারিট হিসেবে খেলতে নেমেছিল প্যারিস সেন্ট জার্মেই। সবার চোখ ছিল তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের দিকে। কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। বরং পার্ক দে প্রিন্সেসে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে ম্যাচটি জিতে গেলো বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের  প্রথম লেগে ৩-২ গোলে জিতেছে কাতালান জায়ান্টরা। ২০১৭ সালে ন্যু ক্যাম্পে বিখ্যাত ‘লা রোমোন্তাদার’ পর প্রথমবার প্যারিস ক্লাবকে হারালো তারা।

বক্সের বাইরে থেকে ১১তম মিনিটে মার্কো আসেনসিওর বাঁ পায়ের শট সরাসরি গোলকিপারের হাতে চলে যায়।

পরের মিনিটে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের প্রচেষ্টা ব্যর্থ করেন দেন বার্সার ডিফেন্ডাররা।

২০ মিনিটে গোল হজম করতে বসেছিল পিএসজি। কর্নার থেকে উড়ে আসা বল লক্ষ্যে বাড়ান রাফিনহা। গোলকিপার জিয়ানলুইজি দোনারুম্মা বলের নাগাল পাননি। একেবারে শেষ মুহূর্তে নুনো মেন্দেস গোললাইন থেকে বল বিপদমুক্ত করেন।

তিন মিনিট পর আবারও রাফিনহা গোলের সুযোগ তৈরি করেছিলেন। বক্সের বাইরে থেকে নেওয়া তার দূরপাল্লার শট বাঁ দিকে ঝাঁপিয়ে কোনোমতে ব্যর্থ করেদেন দোনারুম্মা।

২৮ মিনিটে এমবাপ্পের বাড়ানো বল পেয়ে বক্সের ডানদিক থেকে লক্ষ্যে শট নেন লি কাং-ইন। গোলপোস্টের মাঝখানে দাঁড়িয়ে তা প্রতিহত করেন বার্সা কিপার।

রাফিনহার গোল উদযাপন

একের পর এক ব্যর্থতা কাটিয়ে ৩৭ মিনিটে গোলমুখ খোলে বার্সা। লামিনে ইয়ামাল বক্সের মধ্যে পাস দেন রবার্ট লেভানডোভস্কিকে। পোল্যান্ড স্ট্রাইকার বলে পা লাগাতে ব্যর্থ হন। দোনারুম্মা ক্লিয়ার করলেও রাফিনহা বল পেয়েই লক্ষ্যভেদ করেন।

বিরতির পর ফিরেই দুই মিনিটের ব্যবধানে দুইবার জাল কাঁপিয়ে লিড নেয় পিএসজি। ৪৮ মিনিটে এমবাপ্পে বাইলাইন থেকে বল ফেরত পাঠাতে বাধ্য হন। বল নিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের রকেট গতির শটে জালে বল জড়ান দেম্বেলে। ক্লাবটির হয়ে সাবেক ক্লাবের বিপক্ষে এটি ছিল তার দ্বিতীয় গোল।

দুই মিনিট পর কাং-ইন বক্সের ডানপ্রান্ত থেকে ফ্যাবিয়ানকে বল দেন। তার বাড়ানো পাসে ক্ষিপ্রতার সঙ্গে দৌড়ে গিয়ে বল জালে জড়ান ভিতিনহা। বার্সা কিপার টের স্টেগেন বল ঠেকানোর সময়ই পাননি।

ম্যাচ ঘড়ির কাঁটা এক ঘণ্টা পার হতে দুটি পরিবর্তন আনে বার্সা। পেদ্রি ও জোয়াও ফেলিক্স মাঠে নামেন সার্জি রবার্তো ও ইয়ামালের বদলে। ৬১তম মিনিটের এই পরিবর্তনের প্রভাব পড়ে শিগগিরই।

মাঠে নামার দ্বিতীয় মিনিটে পেদ্রি বার্সাকে সমতা এনে দিতে অবদান রাখেন। ৩৮ দিন ইনজুরিতে মাঠের বাইরে কাটানো এই তারকা ফিরেই জাদু দেখান। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে তিনি বল ভাসান বক্সের ভেতরে। রাফিনহা দ্রুত দৌড়ে গিয়ে দুর্দান্ত ভলিতে স্কোর ২-২ করেন।

ভিতিনহা লিড এনে দেন পিএসজিকে

আরেক বদলি খেলোয়াড় আন্দ্রেস ক্রিস্টেনসেন ৭৬ মিনিটে মাঠে নেমে বাজিমাত করেন। পরের মিনিটে ইকে গুন্ডোগানের কর্নারে সর্বোচ্চ উচ্চতায় লাফিয়ে হেড করে বার্সাকে লিড এনে দেন তিনি। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করায় হলুদ কার্ড দেখে পরের লেগে নিষিদ্ধও হতে হয়েছে তাকে।

সাত বছর আগে ন্যু ক্যাম্পে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করে ৬-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল বার্সা। তারপর প্যারিস ক্লাবের সঙ্গে ২০২১ সালে দুটি ম্যাচ খেলেও জিততে পারেনি। প্রথম লেগে হারের পর দ্বিতীয়টিতে ড্র করে ছিটকে গিয়েছিল শেষ ষোলো থেকে। এবার এমবাপ্পেদের নিস্তব্ধ করে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো তারা। আগামী ১৬ এপ্রিল ন্যু ক্যাম্পে হবে দ্বিতীয় লেগের খেলা।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়ালের মধুর প্রতিশোধে গর্বিত আনচেলত্তি 
আমার কোনও অনুশোচনা নেই: গার্দিওলা
চ্যাম্পিয়নস লিগআর্সেনালকে হতাশায় ভাসিয়ে সেমিফাইনালে বায়ার্ন
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড