X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৪, ১৮:১৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৮:১৯

প্রচণ্ড গরমে দুই দলের স্বাভাবিক খেলা খেলতে সমস্যা হচ্ছিল। তারপরও নিজস্ব গতিতে এগিয়েছে ম্যাচ। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনাতে প্রিমিয়ার লিগের ম্যাচে আবাহনী লিমিটেড কষ্টার্জিত জয় পেয়েছে। ব্রাজিলিয়ান ব্রুনো রোচার লক্ষ্যভেদে ১-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে স্বস্তি খুঁজে পেয়েছে দিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানির দল। অন্য ম্যাচে ফর্টিস এফসি ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে।

এর আগের দেখায় শেখ রাসেলের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল আকাশি-নীল জার্সিধারীরা।

এবার সেভাবে আক্রমণে যেতে কষ্ট করতে হয়েছে আবাহনীকে। প্রথমার্ধে তারা একবারই বলার মতো গোলের সুযোগ পেয়েছিল। ১৭ মিনিটে মিতুল মারমাকে প্রথম পরীক্ষা নিতে পারে আবাহনী। কিন্তু বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে সেই পরীক্ষায় উতরে যান শেখ রাসেল গোলকিপার।

দ্বিতীয়ার্ধের শুরুতে রক্ষণের প্রতিরোধ ভেঙে বক্সে বল পেয়েছিলেন শেখ রাসেলের সেকু সিল্লাহ, কিন্তু তার শট ছুটে এসে গোলরক্ষক শহিদুল আলম সোহেল আটকে দেন। এরপর সুমন রেজার ফিরতি শট যায় ক্রসবারের অনেক ওপর দিয়ে।

পরে দুই দলের খেলায় তেমন গতি ফেরেনি। তবে ৭৪ মিনিটে গোছালো আক্রমণ থেকে এগিয়ে যায় আবাহনী। বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হলেও ফিরতি শটে গোলপোস্টের সামনে থেকেই  লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান। গায়ের সঙ্গে সেঁটে থাকলেও ডিফেন্ডার সাগর মিয়া পারেননি ক্রসবারে প্রতিহত হয়ে আসা বল ক্লিয়ার করতে। পোস্টের নিচে মিতুলও যেন কিছু বুঝে উঠতে পারেননি ঠিকঠাক।

শেষ সময়ে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুনি শট আটকে ব্যবধান দ্বিগুণ হতে দেননি মিতুল। কিন্তু পরে আর সমতায় ফেরা গোলের নাগাল পায়নি শেখ রাসেল।

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারিয়েছে ফর্টিস এফসি। 

প্রথমার্ধের ২৬ মিনিটে রাশেদুল ইসলাম ফর্টিসকে এগিয়ে নেন। ৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পা ওমার বাবু। পরে পেনাল্টি থেকে ৫০ মিনিটে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি।

১৩ ম্যাচে সাত জয় ও চার ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আবাহনী। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। ২৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোহামেডান; তারাও আবাহনীর চেয়ে ম্যাচ খেলেছে একটি কম।

আবাহনীর সমান ম্যাচে শেখ রাসেল ষষ্ঠ হারে আগের ১১ পয়েন্টে অষ্টম স্থানে অবস্থান করছে। ফর্টিস চতুর্থ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ পঞ্চম হারে আগের ১০ পয়েন্টে ১০ম স্থানে আছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
মোরসালিনের ফেরার ম্যাচে ব্রাজিলিয়ানের জোড়ায় জিতলো কিংস
৭ গোল করে শততম ম্যাচ রাঙালো কিংস
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
সর্বশেষ খবর
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা