X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

একই দিনে মেহেদী, লিশাম, মাহবুব, শ্বাসনের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ২০:২৫আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২০:২৫

প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আজ মঙ্গলবার চারটি হ্যাটট্রিক হয়েছে। প্রথম খেলায়  অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব ৬-৪ গোলে দিলকুশা স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। মেহেদী হাসান এবং ভারতের সিলহেইবা লিশামের হ্যাটট্রিকে ম্যাচটি জিতে নেয় তারা। এই জয়ে অ্যাজাক্সের সুপার সিক্স পর্ব নিশ্চিত হয়েছে।

দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামে শিরোপা প্রত্যাশী ঊষা ক্রীড়া চক্র ৭-১ গোলে ভিক্টোরিয়াকে হারিয়েছে। অভিজ্ঞ ফরোয়ার্ড মাহবুব হোসেনের হ্যাটট্রিকে এ জয় তুলে নেয় আতিকুজ্জামানের দল। ভিক্টোরিয়ার শ্বাসন হ্যাট্রটিক করেও দলের হার এড়াতে পারেননি। মওলানা ভাসানী স্টেডিয়ামে ভিক্টোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লিগের প্রথম পর্বের ইতি টানলো ঊষা।

আজ অ্যাজাক্স এবং দিলকুশার ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। খেলার তৃতীয় কোয়ার্টার পর্যন্ত সমানে সমান লড়াই করে দুদল। ৪-৪ গোলের সমতা নিয়ে চতুর্থ কোয়ার্টার খেলতে নামে। কিন্তু চতুর্থ কোয়ার্টারে গিয়ে অ্যাজাক্সের সঙ্গে আর পেরে উঠেনি পয়েন্ট টেবিলের তলানীর দল দিলকুশা। অ্যাজাক্সের মেহেদী হাসান এবং সিলহেইবা লিশাম হ্যাটট্রিক করে দলকে সুপার সিক্সে তুলে আনেন। অপরদিকে দিলকুশার অধিনায়ক শাসন হ্যাটট্রিক করেও দলের পরাজয় ঠেকাতে পারেননি। দিলকুশার বিরুদ্ধে হেরে গেলে সুপার সিক্সে ওঠার স্বপ্ন ভেস্তে যেত অ্যাজাক্সের। কারণ ১০ খেলায় ১২ পয়েন্ট নিয়ে সাধারণ বীমা আগে থেকেই অ্যাজাক্সের ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলছিল। দিলকুশার বিরুদ্ধে হেরে গেল ১০ খেলায় অ্যাজাক্সের সংগ্রহ দাঁড়াতো ১১ পয়েন্ট। তখন এক পয়েন্টে আফসোসে পুড়তে হতো। কিন্তু মেহেদী এবং লিশাম তা হতে দেননি। অ্যাজাক্সকে ম্যাচ জেতানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ ৩টি পয়েন্টও এনে দিয়েছেন। এতে করে ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ দল হিসেবে সুপার সিক্সে পা রাখল অ্যাজাক্স।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলের আরেক তলানীর দল ভিক্টোরিয়ার বিরুদ্ধে প্রত্যাশিত জয় তুলে নিয়েছে ঊষা। দলটির হয়ে মাহবুব হোসেন খেলার ১৪, ১৬ এবং ৪৬ মিনিটে গোল করে হ্যাটট্রিকপূর্ণ করেন। এছাড়া জয়ী দলের হয়ে আরশাদ হোসেন, হাসান যুবায়ের নিলয় এবং দুই ভারতের মোহাম্মদ শারিক ও নিখিল নন্দলাল পরদেশি একটি করে গোল করেন। এই জয়ে ১০ খেলায় ঊষার সংগ্রহ ২৫ পয়েন্ট।

৫ এপ্রিল থেকে শুরু হবে সুপার সিক্স লিগ। প্রথম পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় দল একে অন্যের মুখোমুখি হবে। সুপার সিক্স নিশ্চিত করা দলগুলো হল- আবাহনী, মোহামেডান, মেরিনার্স, উষা, পুলিশ ও অ্যাজাক্স।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২ মে, ২০২৪)
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!