X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হকির উন্নয়নে সব ধরনের সহায়তা করবে বিসিবি: পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০১৬, ১৮:১৭আপডেট : ১২ মে ২০১৬, ১৮:২১

প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশ হকির উন্নয়নের জন্য দীর্ঘ মেয়াদী পরিকল্পনা ও বিদেশি কোচের জন্য হকি ফেডারেশনকে আর্থিক সহযোগিতা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বৃহস্পতিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার হকি লিগের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নাজমুল হাসান পাপনের মধ্যস্থতায় অচলাবস্থার অবসান হয়ে আবার সবকটি দল নিয়ে প্রিমিয়ার হকি লিগ মাঠে গড়িয়েছে আজ থেকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি এ সমস্যা নিরসনে মিডিয়া হিসেবে কাজ করেছি, আমার ওপর প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল। তার নির্দেশেই সবার সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের পথ খুঁজেছি।'

পাপন বলেন, 'ক্রিকেট এখন দেশের জনপ্রিয় খেলা, তবে ফুটবলও জনপ্রিয়। এর পরেই আছে হকি। হকির র‌্যংকিং এখন ২৮/২৯, পাঁচ বছরে একে ১৫-তে যদি নিয়ে যাওয়া যায় তাহলে হকির অবস্থান উঁচুতে পৌঁছাবে। আমি মনে করি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিলে, এটি অর্জন করা সম্ভব'

তিনি আরও বলেন, 'আমি আশা করি ক্রিকেটের মতো হকিও উন্নতির দিকে এগিয়ে যাবে। হকি ফেডারেশন এ ব্যাপারে কাজ করছে। তারা বিভিন্ন দেশের কোচদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে। হকির কোচের ব্যাপারে আমরাও অস্ট্রেলিয়া ও হল্যান্ডের সঙ্গে যোগাযোগ করছি।'

পাপন আরও জানান, শুধু বিদেশি কোচ নয়, খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তাও প্রয়োজন। সেক্ষেত্রে হকি ফেডারেশন কর্পোরেট হকি লিগ আয়োজন করতে পারে। এছাড়া হকি স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের বিষয়ে হকি ফেডারেশনে চাইলে বিসিবি সহযোগিতার হাত প্রসারিত করবে।

হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ বলেন, 'বিসিবি সভাপতি হকি কোচের জন্য মাসিক ১৫ হাজার ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি অচিরেই আমরা বিদেশি কোচের ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।'

/আরএম/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী