X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন প্রধান নির্বাচক ফারুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৬, ০১:৩৬আপডেট : ২০ জুন ২০১৬, ০৮:১৫

ফারুক আহমেদ নির্বাচক পদ্ধতি দ্বি-স্তর বিশিষ্ট করায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা সাবেক এই অধিনায়ক দেশে ফিরেই পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।
গত কিছুদিনের তুমুল আলোচনা-সমালোচনার পরও রবিবার বোর্ড সভাতে দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়তে পারেন: বিশেষ অভিযানকে পূর্ণ সমর্থন দিল্লির
বিদেশে যাওয়ার আগেই তিনি বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, নতুন কাঠামো চালু হলে সেখানে থাকবেন না তিনি।
তবে রবিবার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোর্ড দ্বি-স্তর নির্বাচক কমিটি অনুমোদন দেওয়ায় তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন,‘এই কাঠামোয় আমার পক্ষে কাজ করা সম্ভব হবে না। নির্বাচকদের কাজ হওয়া উচিত স্বাধীন। কিন্তু এখানে সেই স্বাধীনতাই থাকবে না। আমরা দল নির্বাচন করার পর যদি সেটি নিয়ে আরেকটি কমিটির কাছে যেতে হয়,তাহলে আমাদের বিচারের মূল্য থাকে না।’
নতুন কাঠামো অনুযায়ী, ফারুকদের নির্বাচক কমিটির নাম হয়ে যাচ্ছে নির্বাচক প্যানেল। আরেকটি থাকছে নির্বাচক কমিটি। যার আহ্বায়ক ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। এখানে থাকবেন জাতীয় দলের কোচ ও ম্যানেজার। সঙ্গে নির্বাচক প্যানেলের তিনজন।
প্রধান নির্বাচক বলেন,‘তার এই পদক্ষেপ শুধু নিজের সম্মানের কারণে নয়,প্রচলিত,প্রমাণিত ও সফল একটি সিস্টেম বদলে ফেলার প্রতিবাদে।’
উল্লেখ্য,২০১৩ সালের ডিসেম্বরে এই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। এর আগে দায়িত্বে ছিলেন ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত। দুই মেয়াদে উপহার দিয়েছেন অনেক তরুণ প্রতিভা। তার মেয়াদে দল পেয়েছে স্মরণীয় অনেক সাফল্য।
আরও পড়তে পারেন: আলেমদের ফতোয়ায় সন্তুষ্ট ভারত

/আরআই/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া