X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জার্সি বিভ্রান্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৯

এই জার্সি নিয়েই যত বিতর্ক ‘মাঠে ঢুকে আমি থ। একি! গত দুই ম্যাচ প্রবল প্রতাপে খেলা বাংলাদেশ সীমানায় দুর্বল কিরগিজস্তান হানা দিচ্ছে! মিনিট খানেক পর চিনলাম কোনটি বাংলাদেশ দল’- বৃহস্পতিবার এভাবেই বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বাফুফে কর্মকর্তা। সেই কর্তার এমনটা হওয়াই স্বাভাবিক! কারণ জার্সি নিয়ে আবার বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঢাকায় চলমান এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের কিশোরীরা প্রথম দুই খেলায় সবুজ-লাল জার্সি পড়লেও কিরগিজস্তানের বিপক্ষে গতকাল খেলেছে নীল-ছাই রঙের জার্সি পড়ে! যার সঙ্গে ভারতের জার্সির সঙ্গে রয়েছে মিল! পায়ের মৌজাও ছিল ভারতের মতো নীল।

ভুলটা অবশ্য মেনেই নিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘ভুল হয়েছে মানতেই হবে। এটা খুব গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। একটা জার্সি সবুজ-লাল হলেও অন্যটা কেনও নীল-ছাই রঙের হলো তাও দেখা হবে।’

একই সুর বাফুফে সহ-সভাপতি বাদল রায়ের কণ্ঠে, ‘ছেলে-মেয়ে যারাই হোক, মানতে হবে জাতীয় দল। খেলোয়াড়রা দেশের প্রতিনিধিত্ব করে, তাই একটা নির্দিষ্ট পোশাক কোড করে সকল জাতীয় দলের জার্সি এক করা উচিত। নয়তো বার বার বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হবেই।’

শুধু পুরুষ জাতীয় দল ছাড়া আর কারও জার্সি নির্দিষ্ট নেই। গত বছর হোম ম্যাচের জন্য লাল-সাদা ও প্রতিপক্ষের মাঠে সবুজ-সাদা জার্সি নির্ধারণ করে কার্যনির্বাহী সভায় অনুমোদন দেওয়া হয়েছে। অন্য দলগুলোর সময় দেখা গেছে গুলিস্তান স্পোর্টস মার্কেট থেকে রেডিমেড জার্সি কিনে জাতীয় পতাকা ও বাফুফের লোগো ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে নামিয়ে দেওয়া হচ্ছে ফুটবলারদের।

গত বছর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের অ্যাওয়ে ম্যাচে দেশ ও ফুটবলারের নাম এবং জাতীয় পতাকার লোগো ছাড়া জার্সি পড়ে খেলে বিতর্কের জন্ম দেয় বাংলাদেশ; যার কড়া সমালোচনা হয়েছিল অস্ট্রেলিয়ান গণমাধ্যমে।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন