X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা মেট্রো’র হয়েই খেলতে চান আশরাফুল

স্পোর্টস রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:০৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ২৩:১২

মোহাম্মদ আশরাফুল ম্যাচ পাতানোর অভিযোগে ৩ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার খেলায় ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ‘ঢাকা মেট্রো’র হয়ে খেলার ব্যাপারে আশাবাদী তিনি। এ ব্যাপারে ঢাকা মেট্রোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। তবে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের অভয় আশ্বাস নিশ্চয়তা দিচ্ছে তাকে।

শুক্রবার রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে মোহাম্মদ আশরাফুল বলেন, 'সর্বশেষ জাতীয় লিগে আমি ঢাকা মেট্রোর হয়ে ক্রিকেট খেলেছি। সেই হিসেবে এবারও মেট্রোর হয়েই ক্রিকেট খেলার কথা। তবে এ ব্যাপারে টুর্নামেন্ট কমিটি এখনও আমাকে কিছু জানায়নি। সাধারণত যে খেলোয়াড় যে বিভাগের সেই বিভাগের হয়ে জাতীয় লিগ খেলে থাকে।'

প্রায় তিন বছর নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা সাবেক এই অধিনায়ক নিজের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, 'স্বাভাবিক ভাবেই রোমাঞ্চিত এতো বছর পর ক্রিকেটে ফিরছি। জাতীয় লিগের মাধ্যমে শুরু হওয়াতে আমি একটু বেশিই খুশি।আশাকরি এখানে ভালো শুরু করতে পারবো।'

এ বিষয়ে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সাইফুল আলম স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, 'খেলোয়াড়দের তালিকা তৈরি হচ্ছে। ঈদের পর তালিকা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। আশরাফুল যেহেতু মেট্রোর ছেলে, সেক্ষেত্রে ওই দলেই তার খেলার কথা।'

এদিকে, গত মঙ্গলবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, ‘ ঘরোয়া ক্রিকেটে খেলার ব্যাপারে আশরাফুলের ওপরে নিষেধাজ্ঞা উঠে গেছে। যেহেতু বিসিএল ( বাংলাদেশ ক্রিকেট লিগ) হচ্ছে না, সে এনসিএলে (জাতীয় ক্রিকেট লিগ) খেলবে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে ফেঁসে সব ধরনের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ হন আশরাফুল। পরবর্তীতে বোর্ডের পক্ষ থেকে সাজার মেয়াদ দুই বছর কমানো হলে, গত ১৩ আগস্ট মোহাম্মদ আশরাফুল নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। /এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ