X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

সাকিবের ১৫০ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট, চট্টগ্রাম থেকে
২২ অক্টোবর ২০১৬, ১২:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ১২:৫৮

সাকিবের ১৫০ উইকেট টেস্ট ক্রিকেটে ১৫০ উইকেটের মালিক হয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চট্টগ্রামের টেস্টের তৃতীয় দিনে জো রুটকে এলবিডাব্লিউয়ের ফাঁদে ফেলে এই মাইলফলকে পৌঁছান সাকিব আল হাসান।

‘১৫০’ থেকে তিন উইকেট দূরে ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুতে। প্রথম ইনিংসে ১৯ ওভার বল করে দুটি উইকেট নিয়েছিলেন সাকিব। শনিবার ফিল্ডিংয়ে নামার আগে মাইলফলক থেকে এক উইকেট দূরে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার।

এই মাইলফলক স্পর্শ করতে সাকিব খেলেছেন ৪৩টি ম্যাচ। সর্বোচ্চ সাফল্য নিউজিল্যান্ডের সঙ্গে ৩৬ রানে ৭ উইকেট। ‘প্রিয়’ জহুর আহমেদ স্টেডিয়ামেই তিনি ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য অর্জন করেছিলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ রফিক। ৩৩ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ১০০। সেরা পাঁচ উইকেট শিকারের তালিকাতে সাকিব ছাড়া বর্তমান দলের আর কেউই নেই। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ১০ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৩৮ উইকেট। অন্যদিকে ৩৮টি ম্যাচ খেলে মাহমুদউল্লাহ রিয়াদের সংগ্রহ ৩৭ উইকেট।

এ দিকে অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন সাকিব। আর মাত্র ১৪৬ রান করতে পারলে টেস্ট অলরাউন্ডারদের অনন্য এক ক্লাবে ঢুকে যাবেন তিনি।

এর আগে ক্রিকেটের এই এলিট ক্লাবে ঢুকতে পেরেছেন মাত্র ৯ জন ক্রিকেটার। তারা হলেন গ্যারি সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ), ইমরান খান (পাকিস্তান), ইয়ান বোথাম (ইংল্যান্ড), কপিল দেব, রবি শাস্ত্রী (ভারত), ক্রিস কেয়ার্নস, ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড), শেন ওয়ার্ন (অস্ট্রেলিয়া), চামিন্দা ভাস (শ্রীলঙ্কা)।

টেস্টে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তিন হাজার রান পূর্ণ করতে তার দরকার ১৪৬ রান। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে সাকিবের ব্যাট থেকে এসেছে ৩১ রানের ইনিংস। বর্তমান তার রান সংখ্যা ৪২ ম্যাচে ২ হাজার ৮৫৪।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র