X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে: কুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৯:০৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৯:১০

টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে: কুক বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটিতে টস গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করেন ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। ইংলিশ অধিনায়কের কথাতে যথেষ্ট যুক্তিও আছে। কেননা চট্টগ্রাম টেস্টে আগে ব্যাটিং করা দলই যে জিতেছে। আর তাইতো চট্টগ্রাম টেস্টের উদহারণ টেনে অ্যালিস্টার কুক বলেছেন, ‘পরিষ্কারভাবেই টস এখানে ভূমিকা রাখবে। আগের ম্যাচে এর প্রভাব যেমন ছিল, এখানেও তেমন প্রভাব থাকবে। যদিও বল অনেক স্পিন করেছিল কিন্তু খেলা যত গড়িয়েছে স্পিনটা অনেক কম করেছে ওই উইকেটে (চট্টগ্রাম)। প্রথমে ব্যাট করাটা তুলনামূলক সহজ হবে এখানে। চট্টগ্রামে উইকেট যেভাবে ভেঙেছে, আমরা ততটা আশা করিনি।’

বৃষ্টির কারণে উইকেটের চরিত্র বদলে যাওয়ার আশঙ্কা করছেন ইংলিশ অধিনায়ক, ‘আমি মনে করি আজ (বৃহস্পতিবার) সকালের বৃষ্টি উইকেটে কিছু সবুজ ঘাস গজিয়ে দেবে গত কালকের (বুধবার) তুলনায়। আগামীকাল (শুক্রবার) সকালে উইকেটের অবস্থা কী হয় সেটা দেখার পর আসলে উইকেট সম্পর্কে ধারনা পাওয়া যাবে। আপাতত দেখে শুকনো উইকেটই মনে হচ্ছে।’

চট্টগ্রামের উইকেট থেকে ঢাকার উইকেটে স্পিন কম ধরে। বিষয়টিতে অবগত অ্যালিস্টার কুক। এই কারণে কুকও মনে করেন চট্টগ্রামে স্পিন আক্রমণ নিয়ে মাঠে নামলেও এখানে সেটা করবে না টাইগাররা, ‘চট্টগ্রামের চেয়ে ঢাকার উইকেটে কম স্পিন ধরে। আমার মনে হয়, বাংলাদেশ কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে কম্বিনেশন সাজানোর সিদ্ধান্ত নেবে। চট্টগ্রামে সাধারণত হাইস্কোরিং ম্যাচ হয়। কিন্তু এবার হয়নি। আমি প্রত্যাশা করছি বাংলাদেশ হয়তো এবার আগের বোলিং আক্রমণ পাল্টে ফেলবে।’

চট্টগ্রামে টপ অর্ডারদের ব্যর্থতায় বড় স্কোর গড়া সম্ভব হয়নি ইংলিশদের। ঢাকায় অবশ্য সেইদিকে নজর অ্যালিস্টার কুকের, ‘ওখানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। বাংলাদেশের বোলাররা চেপে ধরতে সফল হয়েছিল। আশা করছি এখানে আমরা ভালোভাবে শুরু করতে পারব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ