X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাকিবের হাতে বিপিএলের চতুর্থ শিরোপা

রবিউল ইসলাম
১০ ডিসেম্বর ২০১৬, ০৪:০২আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ১০:৫৩

সাকিবের হাতে বিপিএলের চতুর্থ শিরোপা বিপিএলের চার আসরে সাকিব চারটি ভিন্ন ভিন্ন দলে খেলেছেন। চার আসরের মধ্যে তিন আসরে পালন করেছেন অধিনায়কত্বের দায়িত্ব।

২০১২ সালে প্রথম আসরে খুলনা রয়েলসের নেতৃত্বে ছিলেন সাকিব। ওই আসরে সেমিফাইনালে মাশরাফির ঢাকা গ্লাডিয়েটরসের কাছে হেরে বিদায় নেয় সাকিবের খুলনা রয়েলস। দ্বিতীয় আসরে ঢাকা ডায়নামাটসের হয়ে খেললেও মাশরাফি ছিলেন এর নেতৃত্বে। মাশরাফি অধিনায়ক হিসেবে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতলেও সাকিবের অধিনায়ক হিসেবে শিরোপাটা ছোঁয়া হয়নি।

প্রায় দুই বছর অপেক্ষার পর বিপিএলের তৃতীয় আসর গড়ায় ২০১৫ সালে। সেবার রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব, ছিলেন নেতৃত্বেও। তৃতীয় আসরে রংপুরকে সেরা চারে নিয়ে গিয়েছিলেন সাকিব। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কুমিল্লার সঙ্গে হেরে ফাইনালে যাওয়ার দ্বিতীয় সুযোগ পান সাকিব। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল বুলসের বিপক্ষে হেরে আবারও শিরোপাবঞ্চিত হন সাকিব।

গত তিন বছরে সবগুলো শিরোপাই ছুঁয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবারই প্রথম শিরোপা হাতে নেওয়ার সুযোগ পেয়েছেন সাকিব। গত তিন আসর শেষে এবারই সেই মাহেন্দ্রক্ষণ এলো। যাতে প্রথমবারের মতো শিরোপা জিতলেন সাকিব।

চতুর্থ শিরোপা (ঢাকা ডায়নামাইটস, সাকিব আল হাসান) : লিগ পর্বে ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই ফাইনাল খেলেছিল সাকিবের ঢাকা ডায়নামাইটস। এরপর প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইটানসকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করে ঢাকা। এরপর শুক্রবার সেই মাহেন্দ্রক্ষণ। সাকিবের দল রাজশাহীকে উড়িয়ে দিয়ে ৫৬ রানে ম্যাচ জেতে। আর তাতেই প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে শিরোপা ছোঁয়ার ‍সুযোগ পান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

তৃতীয় শিরোপা (কুমিল্লা ভিক্টোরিয়ান্স, মাশরাফি বিন মর্তুজা) : টানা দুই বছর বন্ধ থাকার পর ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়ায়। বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ হয় ঢাকা গ্ল্যাডিয়েটরস। নানা জটিলতায় দুই বছর বন্ধ থাকার পর নতুন নিয়ম সংযোজন করে বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়ায়। এই আসরে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করে কুমিল্লা ভিক্টোরিয়ানস। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মাশরাফি। সাদামাটা দল নিয়ে তৃতীয়বার বিপিএলের ট্রফি হাতে তোলেন মাশরাফি। দশ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম সেমিফাইনাল খেলে কুমিল্লা। ৭২ রানে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠে কুমিল্লা। এরপর সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিলেন মাহমুদউল্লাহর নেতৃত্বে খেলা বরিশাল বুলস। ম্যাচটিতে কুমিল্লা ৩ উইকেটে জেতে।

দ্বিতীয় শিরোপা (ঢাকা গ্ল্যাডিয়েটরস, মাশরাফি বিন মর্তুজা) : ২০১৩ সালে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয় বিপিএলের। এবার একটা দল বেড়ে অংশগ্রহণকারী দলের সংখ্যা দাঁড়ায় ৭টিতে। ওই আসরে আরও প্রভাব বিস্তার করে খেলে প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটরস। লিগ পর্বে ১২ ম্যাচের মধ্যে ৯টি জিতে শীর্ষে থেকেই সেরা চারে খেলার যোগ্যতা অর্জন করে মাশরাফির নেতৃত্বে খেলা দলটি। সিলেটের বিপক্ষে প্রথম সেমিফাইনাল খেলে ৪ রানের জয় তুলে নিয়ে ফাইনালে উঠে মাশরাফির দল। এরপর চিটাগং কিংসের বিপক্ষে ফাইনালে ৪৩ রানে জিতে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় ঢাকা।

প্রথম শিরোপা (ঢাকা গ্ল্যাডিয়েটরস, মাশরাফি বিন মর্তুজা)  : ২০১২ সালে প্রথমবারের মতো শুরু হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ বিপিএল। ওই আসরে অংশ নেয় ৬টি দল। টুর্নামেন্টের ফাইনাল খেলে বরিশাল বার্নার্স ও ঢাকা গ্ল্যাডিয়েটরস। প্রথম আসরের ফাইনালে ২৬ বল হাতে রেখে ৮ উইকেটের জয় পায় ঢাকা। আর তাতেই টুর্নামেন্টটির প্রথম শিরোপা হাতে নেওয়ার সুযোগ পান মাশরাফি। লিগ পর্বে ১০ ম্যাচের ৫টি জিতে তৃতীয় স্থানে থেকে সেমিফাইনালে যায় ঢাকা। দ্বিতীয় সেমিফাইনালে খুলনা রয়্যালসকে হারিয়ে ফাইনালে উঠেছিল তারা, ম্যাচটি জিতেছিল ৯ রানের ব্যবধানে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ