X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মেসিকে কিনতে ১০০০ কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির!

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৯:৩২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:৫৩

মেসিকে কিনতে ১০০০ কোটি টাকার প্রস্তাব ম্যানসিটির! লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জনে নতুন রসদ যোগ হলো এবার। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি অনেক দিন ধরেই নজর দিয়ে আছে তার ওপর। এবার নাকি আটঘাট বেঁধেই নেমেছে তারা। বার্সেলোনা থেকে আর্জেন্টাইন খুদে জাদুকরকে আনতে প্রস্তাব করেছে ১০০ মিলিয়ন পাউন্ডের, বাংলাদেশের টাকার অঙ্কে যা ১০০০ কোটির কাছাকাছি।

ইউরোপের সব বড় ক্লাব ওত পেতে আছে লিওনেল মেসিকে দলে ভেড়ানোর জন্য। যদিও শৈশবের ক্লাব বার্সেলোনাকে ঘর-বাড়ি মেনে থেকে গেছেন তিনি ন্যু ক্যাম্পে। কত প্রস্তাব যে এসেছে, হিসাব দেওয়া কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, ইন্টার মিলান, প্যারিস সেন্ত জার্মেই-বাদ যায়নি কোনও জায়ান্টই। এমনকি বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়েছে বেশ কয়েকবার। কোনও চেষ্টা যখন সফল হয়নি, তখন নতুন করে আবার মাঠে নেমেছে ম্যানসিটি। মেসির ওপর ইংলিশ ক্লাবটির নজর অনেক দিন থেকেই। এবার তারা কাতালান ক্লাবটিকে বিশাল অঙ্কের প্রস্তাব দিয়েছে বলে খবর ব্রিটিশ দৈনিক ‘দ্য সান’-এর।

পত্রিকাটির দাবি মেসিকে কিনতে বার্সেলোনাকে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে ম্যানসিটি। বাংলাদেশের টাকার অঙ্কে যা ১০০০ কোটির কাছাকাছি। যাতে তিনি পরিণত হবেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়। ‘দ্য সান’-এর খবর, গত মাসের শেষ দিকে দুই পক্ষের কর্তা ব্যক্তিরা বসেছিলেন আলোচনায়। সেখানেই টাকার এই অঙ্কের প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যানসিটি অবশ্য বিষয়টি নিশ্চিত করেনি এখনও।

পল পগবাকে জুভেন্টাস থেকে আনতে ম্যানচেস্টার ইউনাইটেডের ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করার কথা শোনা গেলেও পরে জানা যায় ফরাসি মিডফিল্ডারের জন্য ম্যানইউ খরচ করেছে ৮৯ মিলিয়ন পাউন্ড। ম্যানসিটি মেসিকে বিশ্বের দামি খেলোয়াড় বানাতে চাইলেও বার্সেলোনা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউ আগেই জানিয়ে রেখেছেন, চুক্তি নবায়ন করে তারা আর্জেন্টাইন অধিনায়ককে বানাতে চান বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।

মাস দুয়েক আগে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি নবায়ন না করার খবর ছেপেছিল মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিক ‘মার্কা’। ওই খবরের পর তার সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হচ্ছিল ম্যানসিটিকে। মেসিকে কেনার মতো টাকা আছে তাদের, তা ছাড়া ইতিহাদের দায়িত্ব এখন তার সাবেক কোচ পেপ গার্দিওলার হাতে। দ্য সান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা