X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ১১:৩১আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১১:৪১

টেস্টে প্রথমবারের মতো ওপেনিং করেই আলো ছড়িয়েছেন সৌম্য। ক্রাইস্টচার্চ টেস্টের শুরুটা প্রথম টেস্টের মতো হলো না বাংলাদেশের। প্রথম দিনেই সফরকারীরা গুটিয়ে গেছে ২৮৯ রানে।
শুরুতে নিউজিল্যান্ডের কাছে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল পারেননি আলো ছড়াতে। দলীয় ৭ রানেই প্রথম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। টিম সাউদির বলটি পেছনের দিকে মারতে গিয়ে উইকেরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভসে তুলে দিলেন বাংলাদেশি ওপেনার। ক্যারিয়ারে প্রথমবার টেস্টে ওপেনিং করতে নামা সৌম্য সরকার অপর প্রান্ত থেকে দারুণভাবে ব্যাট করছিলেন। কিন্তু তাকে উপযুক্ত সঙ্গ দিতে পারলেন না মাহমুদউল্লাহ। দলীয় ৩৮ রানে পতন হলো দ্বিতীয় উইকেট। এবারও ওয়াটলিং তার গ্লাভসে লুফে নিলেন মাহমুদউল্লাহর ব্যাট ছুঁয়ে আসা বলটি। ট্রেন্ট বোল্টের শিকার হয়ে থামল এ অভিজ্ঞ ব্যাটসম্যানের ১৯ রানের ইনিংস।
নিভতে শুরু করেছিল আশার আলো। নতুন করে এবার আলো জ্বালাতে শুরু করেন সাকিব আল হাসান ও সৌম্য।  দুইজনে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করে গেলেন, যেন আগে কিছুই হয়নি। আর কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশ যায় লাঞ্চে।  প্রথম সেশন শেষ হওয়ার কিছুক্ষণ আগেই ৫৪ বলে ৬টি চারে ক্যারিয়ারের প্রথম ফিফটি হাঁকান সৌম্য। আর লাঞ্চ থেকে ফিরে ৬৫ বলে ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি পান সাকিব। দুইজনের ব্যাটে দারুণ কিছুর আভাস মিলছিল। কিন্তু বোল্ট আনলেন ব্রেকথ্রু।  আর তাতেই সর্বনাশ বাংলাদেশের! কিউই পেসার তার পরপর দুই ওভারে সৌম্য ও সাব্বির রহমানকে সাজঘরে পাঠালেন। ১০৪ বলে ৮৬ রানের ইনিংস থামে সৌম্যর। আর ওয়েলিংটনের টানা হাফসেঞ্চুরি করা সাব্বির থামেন ৭ রানে। পরের ওভারে সাউদি ফেরান সাকিবকে। ৫৯ রানে ব্যাটিং ক্রিজকে বিদায় জানান এ বাঁহাতি অলরাউন্ডার।
১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর পর দুই অভিষিক্ত ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান দেখেশুনে খেলছিলেন। আশা জাগানিয়া একটি জুটি গড়ছিলেন তারা। কয়েকবার নিউজিল্যান্ডের হাতের মুঠো গলে জীবন পাওয়া এ জুটি ভাঙে ৫৩ রানে। নাজমুল ৫৬ বলে ১৮ রানের ধীরস্থির ইনিংস খেলে সাউদির শিকার হন। নুরুলের সঙ্গে তার জুটিটি ১৯.৪ ওভারের। তিন ওভার পর মেহেদী হাসান মিরাজের ১৩ বলে ১০ রানের ইনিংস শেষ হয় নেইল ওয়াগনারের কাছে বোল্ড হয়ে। ৮ রানে আউট হন তাসকিন আহমেদ সাউদির চতুর্থ শিকার হন।  যদিও একাই প্রতিরোধ দিয়ে এগিয়ে যেতে থাকেন নুরুল হাসান সোহান।  কিন্তু অভিষেক হাফসেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকা সোহানকে বিদায় দেন ট্রেন্ট বোল্ট। যদিও ক্রিজে অভিষেক টেস্টে ভালোই ধৈর্য্যের পরিচয় দিয়েছেন তিনি। ৪৭ রান করতে খেলেছেন ৯৮ বল।  যেখানে ছিল ৫টি চার।

শেষ দিকে রুবেল ও রাব্বী মিলে সংগ্রহ আরও বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু দিনের শেষ দিকে ৮৪.৩ ওভারে সাউদির বলে লেগ বিফোর হয়ে ফিরে যান রাব্বী।  ৬৩ বল মোকাবেলা করে ক্রিজে জমে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি।  রাব্বী ফেরেন ২ রানে। রুবেল অপরাজিত ছিলেন ১৬ রানে। যদিও শেষ দিকে রুবেল ডান হাতে বোল্টের বলে মারাত্মকভাবে আঘাত পান। ফিজিওর সেবা নিয়ে পরে খেলা শুরু করেন।
কিউইদের পক্ষে ৫টি উইকেট নেন সাউদি আর ৪টি নেন বোল্ট।

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন