X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জয়ের সুযোগ ভালো করে দেখছেন তাসকিন

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২১ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩

সংবাদ সম্মেলনে তাসকিন সংবাদ সম্মেলনে তাসকিনবাংলাদেশ কী এখন চালকের আসনে বলতে পারছেন না তাসকিন। তবে সাকিবের শেষদিকের স্পেল বাংলাদেশের জন্য মোড় ঘুরিয়ে দিয়েছে মনে করেন তিনি।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনের শেষ বিকেলের সাকিব জাদুটা। এটা কি ম্যাচটাকে বাংলাদেশের বাগে নিয়ে এসেছে? শনিবার দিন শেষে সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশের পেসার তাসকিন আহমদেকে শুনতে হলো এ ধরনের প্রত্যাশিত প্রশ্ন। প্রশ্নটা অনুমিত হলেও তাসকিন কোনও ধরনের কূটনৈতিক কথাবার্তায় যাননি, তার মতে এই অবস্থা থেকে বাংলাদেশের জয় সম্ভব, ‘রবিবার খুব তাড়াতাড়ি কিউইদের বাকি তিনটি উইকেট নিয়ে নিতে হবে আমাদের। এরপর বাকি কাজটা করতে হবে ব্যাটসম্যানদের। দলের ব্যাটসম্যানরা যদি দ্বিতীয় ইনিংসে বড় রান সংগ্রহ করতে পারেন তাহলে আমাদের পক্ষে জয় সম্ভব।’ আর সেটা হলে বাংলাদেশের জন্য বড় একটা অর্জন হবে মনে করেন তাসকিন। খেলার তিনদিন বাকি আছে বলেই তার মনে সম্ভাবনা জাগাচ্ছে জয়, ‘এখনও খেলার তিন দিন বাকি। এই তিন দিনে অনেক কিছুই ঘটতে পারে।’

বাংলাদেশ এখনও প্রথম ইনিংসে এগিয়ে। দ্বিতীয় দিন শেষে এমন অবস্থানে তাসকিনের মনে স্বস্তির ‍অনুভূতি, ‘আমরা অবশ্যই এখন ভালো একটি অবস্থানে এসে দাঁড়িয়ে। কারণ ২৬০ রানে প্রতিপক্ষের ৭ উইকেট চলে গেছে। তবে এখনই বেশি খুশি হওয়ার কিছু নেই। কারণ খেলাটা এখনও তিন দিন বাকি আছে।’ ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে থাকা বাংলাদেশের এই তরুণ সিমার আরও বলেন, ‘কাল সকালে এসে আমরা কিউইদের যত কম রানে সম্ভব অল আউট করতে চেষ্টা করব। এরপর ব্যাটসম্যানদের মাধ্যমে তাদেরকে ভালো একটি টার্গেট দিতে চাই।’

কোন বিষয়টিকে ভালো বলবেন এই মুহূর্তে? সাকিব শেষ বিকেলে এসে দ্রুত তিনটি উইকেট পেয়েছেন। আপনি উইকেট পেয়েছেন। ভালো বল করে বেশ কিছু সুযোগ সৃষ্টি করেছিলেন। ক্যাচ মিস হওয়াতে উইকেটগুলো পাননি। রাব্বি-রুবেলও ভালো বল করেছেন। একসঙ্গে অনেকগুলো প্রশ্ন। তাসকিনের জবাব, ‘আমরা বোলাররা সবাই আজ ভালো বল করেছি। একেকজন আলাদা আলাদাভাবে ভালো করেছেন। কেউ হয়তো উইকেট পেয়েছেন। কেউ করেছেন ভালো স্পেল। রান থামিয়ে রেখেছেন। আমার আরও সুযোগ এসেছিল। সুযোগগুলো কাজে লাগেনি। এটি নিয়ে আমি মনে কিছু করি না। কারণ এটি ক্রিকেটেরই অংশ। আজ ক্যাচ মিস হয়েছে।’ ভবিষ্যতে নিজের পারফরম্যান্স নিয়ে আরও আশাবাদী তাসকিন, ‘উইকেট হয়তো একটা পেয়েছি আজ। কিন্তু দিন যেদিন আসবে, হয়তো ছয়-সাত-আটটা উইকেট পেয়ে যাব। আসল বিষয় হলো ভালো জায়গায় বল করা।’

বাংলাদেশ কী এখন চালকের আসনে বলতে পারছেন না তাসকিন। তবে সাকিবের শেষদিকের স্পেল বাংলাদেশের জন্য মোড় ঘুরিয়ে দিয়েছে মনে করেন তিনি, ‘এটা আমাদের মানসিকতা বদলে দিতে সাহায্য করেছে। আমরা এখন বেশ খুশি। কিন্তু খেলা এখনও বাকি।’ এক কিউই সাংবাদিক তাসকিনকে জিজ্ঞেস করেন এ টেস্ট জিতলে বাংলাদেশের জন্যে তা কী বড় একটি অর্জন হবে? তাসকিনের ঝটপট জবাব, ‘অবশ্যই। সর্বশেষ টেস্টে আমরা দেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছি। এখানকার পরিবেশ ভিন্ন। কিউই দলের তুলনায় আমাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। এরপরও আমাদের সেরা খেলাটা দিয়ে এই টেস্ট আমরা জিততে পারি। জয়ের মতো দক্ষতা-সামর্থ্য আমাদের আছে।’

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ