X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

ব্যর্থতায় ক্ষমা চাইলেন তামিম

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯

ব্যর্থতায় ক্ষমা চাইলেন তামিম ক্রাইস্টচার্চ টেস্টে চতুর্থ দিনেই পরাজয় বরণের পর মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট ক্যাপ্টেন তামিম ইকবাল। সোমবার ম্যাচ শেষে তামিম বলেন, ‘একজন ক্যাপ্টেন হিসাবে দলকে যেভাবে নেতৃত্ব দেওয়ার দরকার ছিল, আমি তা পারিনি। দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি এটা মোটেই ক্যাপ্টেন সুলভ ছিল না। এরমাধ্যমেই দল পরাজয়ের বার্তা পেয়ে যায়। তাই পরাজয়ের পুরো দায়ভার আমার। এরজন্যে আমি ক্ষমা প্রার্থী।’

তামিমকে জিজ্ঞাসা করা হয়েছিল এভাবে পরাজয়ের কারণ দলের খুব খারাপ দিন নাকি মনোসংযোগের ঘাটতি? এ প্রশ্নের জবাবে কোনও রাখঢাকের চেষ্টা করেননি ক্যাপ্টেন। বলেছেন, ‘খারাপ দিন মোটইনা। গোটা সফরে আমরা যা করেছি এটিও তার আরেকটা পুনরাবৃত্তি। আমাদের আবার একটি সুন্দর মুহূর্ত ছিল যেটার শেষটা আমরা ভালো করতে পারিনি। সব সময় আমরা একটি ভালো পরিস্থিতিতে আসি। সেখান থেকে হেরে যাই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি ক্যাপ্টেন। আমার ব্যাটিং দিয়ে টিমকে আরও ভালোভাবে নেতৃত্ব দিতে পারতাম। দ্বিতীয় ইনিংসে আমি যেভাবে আউট হয়েছি এর মাধ্যমে নেতা হিসাবে দলকে আমি কোনও ভালো বার্তা দিতে পারিনি। আরও কিছু আউট ছিল যেগুলো আমরা আরও ভালোভাবে সামাল দিতে পারতাম। সিনিয়র ক্রিকেটাররা আরও ভালো করতে পারতেন। সব মিলিয়ে আমরা আরেকটি ভালো সুযোগ নষ্ট করেছি।’

সিনিয়র ক্রিকেটেররা খারাপ করেছেন এটি সবাই দেখেছেন। কিন্তু এই খারাপের কারণ কী?  তামিম বলেন, ‘একটা ফলাফলে সিনিয়র ক্রিকেটারদের গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যই থাকে। আমার কথা আমি বলি। নেতা হিসাবে আমি যদি কোনও অপরাধ করি তা একটি ভালো বার্তা দেয়। এরসঙ্গে আমি এটাও বিশ্বাস করি আমরা ক্রিকেট এগারজনে খেলি। সিনিয়র ক্রিকেটারদের যত দায়িত্ব জুনিয়রদেরও সমান দায়িত্ব।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের কাছে সবাই বেশি আশা করে। আমরা সিনিয়ররা যদি ভালো দায়িত্ব পালন করতাম, জুনিয়ররা তা দেখে আরও সাহস পেতো। আমরা আমাদের কাজগুলো ঠিকমতো করতে পারিনি। আমার শট বা অন্যরা যেভাবে আউট হয়েছেন, আসলে আমরা নিজেরাই নিজেদের দোষে আউট হয়েছি। এই ফলাফল আমরা এগারজন মিলেই পরিবর্তন করতে পারতাম। কিন্তু পারিনি। যদি ভুল কম করতাম তাহলে অন্য ফল হতো।’

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
পোস্টার লাগানোকে কেন্দ্র করে প্রার্থীর নির্বাচনি ক্যাম্পে ভাঙচুর ও গুলি বর্ষণ
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের অভিযোগ যুক্তরাষ্ট্রের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র