X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিরোপার স্বপ্ন হাসানুজ্জামানের

রবিউল ইসলাম
২৩ জানুয়ারি ২০১৭, ১৬:৪৮আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৬:৫৩

শিরোপার স্বপ্ন হাসানুজ্জামানের গত ৭ আসর ধরেই ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেট খেলে চলেছেন মো. হাসানুজ্জামান। তার নেতৃত্বেই নবম আসরে চ্যাম্পিয়ন হয় ইউল্যাব ক্রিকেট দল। মঙ্গলবার তার নেতৃত্বেই খেলতে নামবে দশম আসরে।

গতবার দলকে চ্যাম্পিয়ন্সশিপ ট্রফি এনে দেওয়া হাসানুজ্জামানের এবারের লক্ষ্যও অভিন্ন। দশম আসরে দলটিকে শিরোপা উপহার দিতে চান তিনি। এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এবার সবার প্রত্যাশা একটু বেশি থাকবে। আশা করি সবার প্রত্যাশা পূরণ করে চ্যাম্পিয়ন হতে পারব। প্রতিপক্ষ হিসেবে সবাই খুব ভালো। আমাদের প্রস্তুতিও ভালো হচ্ছে। গত কিছুদিন ধরে আমরা অনেক পরিশ্রম করছি। এবারের দলটি বেশ ভারসাম্যপূর্ণ। আমরা বেশ কয়েকজন একসঙ্গে অনেকদিন ধরেই খেলছি।’

সর্বশেষ আসরে দ্বিতীয় বারের মতো প্রিমিয়ার লিগ খেলেছিলেন হাসানুজ্জামান। মাশরাফির নেতৃত্বে কলাবাগান ক্রিকেট একাডেমির জার্সিতে ২২ গজে কয়েকটি ম্যাচে ঝড় তুলেছিলেন ইউল্যাবের এই ক্রিকেটার। মূলত ওখান থেকেই নিজেকে চেনানো শুরু। লিগের সাফল্য তাকে সুযোগ করে দেয় বিপিএল খেলতেও।

তাই বিপিএলে বড় বড় খেলোয়াড়দের সঙ্গে খেলার অভিজ্ঞতা এবার কাজে লাগবে বলে আশাবাদী হাসানুজ্জামান, ‘আগের চেয়ে আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ব্যাটিং নিয়ে অনেকের সঙ্গে কথা বলেছি। আমি সব সময় ইতিবাচক থাকার চেষ্টা করি। এবারো আছি। আশা করছি ভালো কিছুই হবে।’

ঢাকার ক্রিকেটে হাসানুজ্জামানের পরিচয় মূলত কয়েক বছর আগে। নির্দিষ্ট করে বললে তার আলোতে আসা ইউল্যাবের হয়ে রেড বুল ক্যাম্পাস ক্রিকেট খেলতে গিয়ে। ২০১৪ সালে ইংল্যান্ডে খেলতে গিয়ে নিজেকে স্পট লাইটে আনেন হাসানুজ্জামান।

ওই টুর্নামেন্টেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাফসেঞ্চুরি করে নজর কাড়েন। টুর্নামেন্ট খেলে সুযোগ পান ঢাকা প্রিমিয়ার লিগের দল ভিক্টোরিয়াতে। সেখানে মাত্র চারটি ম্যাচ খেলার সুযোগ পান। এরপর সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছেন মাশরাফির কলাবাগানের হয়ে।

তবে কলাবাগানে নামে খেলালেও একাদশে সুযোগ পাচ্ছিলেন না হাসানুজ্জামান। অবশেষে মাশরাফি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এক প্রকার যুদ্ধ করেই মোহামেডানের বিপক্ষে হাসানুজ্জামানকে নামান। ওই ম্যাচে ৫৩ বলে ৯৫ রানের এক দানবীয় ইনিংস খেলে কলাবাগানকে জয় এনে দেন তিনি। পরের ম্যাচে অসুস্থ শরীর নিয়েও খেলেছেন ৪৭ রানের ইনিংস।

প্রিমিয়ার লিগ শেষে ইউল্যাবের হয়ে শ্রীলঙ্কায় রেডবুলস ক্যাম্পাস ক্রিকেট খেলতে গিয়ে আবারও আলো ছড়ান তিনি। ওই পারফরম্যান্সই মূলত বিপিএলে দল পেতে সাহায্য করে হাসানুজ্জামানকে।

সর্বশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে চাচ্ছিলো তাকে। কিন্তু খুলনা টাইটানসের মালিকপক্ষ আগে থেকেই চোখ রেখেছিলেন হাসানুজ্জামনের দিকে। সবমিলিয়ে তাকে আগে ভাগেই দলে ভেরাতে পারে খুলনা টাইটানস। মাশরাফি অবশ্য আক্ষেপ করেছিলেন তাকে না পেয়ে।

মাশরাফির হৃদয় জয় করে নেওয়া হাসানুজ্জামান এবারও কি পারবেন ইউল্যাবকে আরও একটি শিরোপা উপহার দিতে? অবশ্য এর উত্তর মিলবে আগামী ৮ ফেব্রুয়ারি!

/আরআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ