X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরেকটি ‘ক্লাসিক’ ফাইনালের মঞ্চ তৈরি

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ১৪:০৫আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৪:১৭



বিশ্ব টেনিসের দুই চির প্রতিদ্বন্দ্বি  রজার ফেদেরার ও রাফায়েল নাদাল

বিশ্ব টেনিসের দুই চির প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরার ও রাফায়েল নাদাল কাল রবিবার আবার মুখোমুখি, মঞ্চ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল যেখানে একাধিকবার লড়াই করেছেন আধুনিক টেনিসের দুই কিংবদন্তি।
২০০৪ সালের মার্চে অখ্যাত এক স্প্যানিয়ার্ড, ১৭ বছরের রাফায়েল নাদালের মুখোমুখি হয়েছিলেন ফেদেরার। ফেদেরারের বয়স তখন ২২, আর তিনি তখন দুটি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা খেলোয়াড়। সেখান থেকেই শুরু। গত ১৩টি বছর পুরুষদের টেনিস বোঝাতে ফেদেরার ও নাদালের মধ্যকার দ্বন্দ্বই যথেষ্ট।
হতে পারেন ফেদেরার ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জেতা একমাত্র কিংবদন্তি, কিন্তু বিভিন্ন সময়ে তার চাপা কান্নার একমাত্র কারণ রাফায়েল নাদাল। এ পর্যন্ত ৩৪টি লড়াইয়ের ২৩টি জিতেছেন নাদাল, ১১টি ফেদেরার। গ্র্যান্ড স্লাম কোর্টে ১১টি লড়াইয়ের মাঝে নয়টি জিতেছেন নাদাল, ফেদেরার মাত্র দুটি। ফেদেরার ভক্তদের জন্য আরও ভয়ঙ্কর পরিসংখ্যান হলো অস্ট্রেলিয়ান ওপেনে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছেন দুই মহা তারকা। ২০১২ ও ২০১৪ সালের সেমিফাইনালে আর ২০০৯ সালের ফাইনালে। তিনবারই জয়মাল্য শোভা পেয়েছে নাদালের গলায়।
ফেদেরার ২০১২ সালে উইম্বলডন জেতার পর আর কোন গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি আর নাদাল তার সর্বশেষ গ্র্যান্ড স্লাম জিতেছেন ২০১৪ সালে, যেটি ছিল নিজের প্রিয় কোর্ট ফ্রেঞ্চ ওপেনে।
সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে কিছুটা নিষ্প্রভ ছিলেন দুজনেই, মাঝে তাদের শূন্যতা পূর্ণ করেন নোভাক জোকোভিচ ও অ্যান্ডি মারে। কিন্ত ফেদেরার ও নাদালের খেলার ধারা ও বৈচিত্র দর্শকদের যে আনন্দ দেয় তার ধারে কাছে যে কেউ নেই।
সদা আক্রমণাত্মক ও রেশমি ছোঁয়ার মাঝে আগ্রাসন মানে ফেদেরার। দুরন্ত সার্ভ, বেসলাইন থেকে ক্রস কোর্ট শট আর নেটে এসে প্রতিপক্ষকে ঘায়েল করার নাম ফেদেরার। কিন্তু নাদাল যে কম নন, সারা কোর্টে তার সদর্প পদচারণা, টপ স্পিন মেশানো ফোরহ্যান্ড যেটি বছরের পর বছর ফেদেরারের জন্য আতঙ্ক। আর অনন্য ব্যাকহ্যান্ড আছে নাদালের। ১৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকার দ্বিতীয় স্থানে তিনি আর এমনি স্থান করে নেননি।
আরেকটি ক্লাসিক ফাইনাল অপেক্ষা করছে সারা বিশ্বের ক্রীড়ামোদীদের জন্য, যেটি কাল রবিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
/আরএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ