X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ছিটকে গেলো বাংলাদেশের মেয়েরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩১

ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ৪২ রানে হারায় বাংলাদেশকে।  মহিলা বিশ্বকাপ ক্রিকেটে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল বাংলাদেশের। রবিবার কলম্বোতে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কা ৪২ রানে হারায় বাংলাদেশকে।  শেষ এই ম্যাচে জয়ের সঙ্গে রান রেটের দিকেও চেয়ে থাকতো হতো বাংলাদেশকে। কিন্তু শেষ পর্যন্ত কোনও দিকেই যাওয়া হলো না রুমানাদের।   
এদিন টসে জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫০ ওভারে নয় উইকেটে ১৯৭ রান করে।  বাংলাদেশের সংগ্রহ যখন ২১ ওভারে পাঁচ উইকেটে ৬৮। তখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলে আর তা শুরু করা যায়নি।
১৯৮ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম বলে শূন্য রানে ওপেনার শারমিন সুলতানাকে হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর ৫ ও ২ রানে ফারজানা হক ও রুমানা আহমেদ বিদায় নিলে বাংলাদেশের অবস্থা দাঁড়ায় তিন উইকেটে ২৫। অবশ্য ওপেনার নিগার সুলতানার ২৫ রানে খানিকটা প্রতিরোধ গড়ে বাংলাদেশের মেয়েরা। মাঝে শারমিন আকতার শূন্য রানে আউট হন। বাংলাদেশের রান যখন পাঁচ উইকটে ৬৮, তখনই বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। শায়লা শারমিন ২১ ও সালমা খাতুন সাত রানে ক্রিজে ছিলেন।
এর আগে ওয়ান ডাউন ব্যাটার চামারি আতাপাত্তুর ১১৪ বলে আটটি চার ও একটি ছক্কায় করা ৮৪ রানে ১৯৭ রানের ইনিংস দাঁড় করায় শ্রীলঙ্কা। ওপেনার মাদিরি হাংসিকার ১৯ ও অপর ওপেনার হাসিনি পেরেরার ৩২; ভালো ভিত্তি দিয়েছিল দলকে। সেটিই বাড়িয়ে নেন চামারি। উল্টো দিকে বাংলাদেশ বোলাররা শ্রীলঙ্কার লোয়ার অর্ডারে আঘাত হানেন, তাই প্রথমদিকে বড় স্কোর পেলেও শেষদিকে আর বড় স্কোর গড়তে পারেননি শ্রীলঙ্কান ব্যাটাররা। মাদিনি সুরাঙ্গিকা ও উদেশকা প্রবোধানি দুজনেই ১২ রানের ইনিংস খেলেন। নাহলে আরও ছোট হতো শ্রীলঙ্কার ইনিংস।
বাংলাদেশি বোলার, ফিল্ডাররা ২৩ টি অতিরিক্ত রান দিয়ে লঙ্কান স্কোর বোর্ড মজবুত করেন!
সালমা খাতুন ছিলেন বাংলাদেশের সেরা বোলার। ১৮ রানে তিনটি উইকেট নেন এই অফ স্পিনার। সুরাইয়া অজমিন, পান্না ঘোষ,  খাদিজাতুল কোবরা, রুমানা আহমেদ ও শায়লা শারমিনসহ সবাই নেন একটি করে উইকেট।
/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ