X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

জিততে হলে রেকর্ড ভাঙতে হবে ভারতকে

স্পোর্টস ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫৮

ভারতের মাটিতে প্রথম সেঞ্চুরি উদযাপন করলেন স্মিথ ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ২৯৮ রানের লিড নিয়ে শনিবারের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। তিনশ ছুঁই ছুঁই লিডকে শেষ পর্যন্ত চারশ’র উপর নিয়ে গেছে অজিরা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সফরকারী অধিনায়ক স্টিভেন স্মিথ।

প্রথম ইনিংসে ২৬০ রান করার পর অস্ট্রেলিয়া ভারতকে ১০৫ রানে বেধে দেয়। অজিরা এর পর দ্বিতীয় ইনিংসে স্মিথের সেঞ্চুরিতে ৮৭ ওভার খেলে ২৮৫ রান করে সব উইকেট হারিয়ে। ভারতের জয়ের লক্ষ্য ৪৪১ রান। পুনে টেস্ট জিততে হলে রান তাড়া করে সফল হওয়ার সর্বকালের রেকর্ডটি ভাঙতে হবে স্বাগতিকদের। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৪১৮ রানের লক্ষ্য তাড়া করে সফল হওয়ার রেকর্ড আছে, ২০০৩ সালে এন্টিগায় অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।

শনিবার অস্ট্রেলিয়া তৃতীয় দিন খেলতে নামে ৪ উইকেট হারিয়ে ১৪৩ রানে। ৫৯ রানে অপরাজিত স্মিথের সঙ্গে ২১ রানে খেলতে নেমেছিলেন মিচেল মার্শ। খুব বেশিক্ষণ টিকতে পারেনি এ জুটি। ২৬ রান যোগ হতেই দিনের প্রথম উইকেট হারায় অজিরা। রবিন্দ্র জাদেজার বলে মার্শ (৩১) ঋদ্ধিমান সাহার গ্লাভসে বল তুলে দিলে বিচ্ছিন্ন হয় ৫৬ রানের জুটিটি। উইকেটরক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড ২২ গজে নেমে স্মিথকে সঙ্গ দিতে ব্যর্থ হন। মাত্র ৩৫ রান আসে ওই জুটিতে।

ওয়েড ২০ রানে বিদায় নিলে প্রথম ইনিংসের মারকুটে ব্যাটসম্যান মিচেল স্টার্ক নামেন স্মিথের অপরপ্রান্তে। ৮.৫ ওভারের এ জুটি ছিল ৪২ রানের, যেখানে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি পান অজি অধিনায়ক। জাদেজাকে ডিপ কভারে মেরে দৌড়ে দুটি রান নিয়ে ভারতের মাটিতে প্রথমবার তিন অঙ্কের ঘরে পৌঁছান স্মিথ। ১৮৭ বলে ১১টি চারে শতকের ঘরে যান তিনি। দলকে ৪০০ রানের লিড এনে দেওয়ার পর আর টিকতে পারেননি স্মিথ। ডানহাতি এ ব্যাটসম্যান ২০২ বল খেলে ১০৯ রানে জাদেজার এলবিডব্লিউর শিকার হন।

পরে আর কোনও ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেননি। স্টার্ক ৩১ বলে ২ চার ও ৩ ছয়ে ৩০ রানের আরেকটি ঝোড়ো ইনিংস খেলে আউট হন। স্টিভ ও’কিফ ৪২ বলে মাত্র ৬ রান করে সময় ব্যয়ে সফল হয়েছেন। শেষ ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হন জাদেজার তৃতীয় শিকার হয়ে।

ভারতের রবিচন্দ্রন অশ্বিন ৪ উইকেট নিয়ে ইনিংসের সবচেয়ে সফল বোলার। দুইটি পান উমেশ যাদব। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র