X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ এখন আত্মবিশ্বাসী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮

মুস্তাফিজ এখন আত্মবিশ্বাসী অস্ত্রপচারের পর এখনও ঠিক সেভাবে ছন্দে দেখা যায়নি মুস্তাফিজকে। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও বৈচিত্র্যময় বোলিং করতে দেখা যায়নি তরুণ এই পেসারকে। তার ‘কাটার বিষে’ কিউই কোনও ব্যাটসম্যানদের ‘নীল’ হতে দেখা যায়নি। নিউজিল্যান্ডে সীমিত ওভারের ম্যাচ শেষে টেস্ট খেলার মতো ফিট না হওয়াতে দলের সঙ্গে থাকলেও ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের।

নিউজিল্যান্ড সফর শেষেও পুরো ফিট হতে পারেননি মুস্তাফিজ। যার ফলে ছিলেন না ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও।

তবে এই মুহূর্তে পুরোপুরি ফিট হওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পুরো সিরিজেই খেলার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজের। এই সফরে নিজের সেরা বোলিং দিয়ে লঙ্কান ব্যাটসম্যানদের বিপদে ফেলতে চান মুস্তাফিজ। সব ফরম্যাটে খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার আপ্রাণ চেষ্টা করবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই বিস্ময় বালক।

গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো করায় ক্রিকইনফোর বর্ষসেরা টি-টোয়েন্টি বোলারের পুরস্কার পেয়েছেন মুস্তাফিজুর রহমান। শনিবার তার হাতে পুরস্কার তুলে দেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। যেখানে জানিয়েছেন শ্রীলঙ্কা সফর এবং  ক্রিকেট নিয়ে তার বর্তমান ভাবনার কথা।

প্রশ্ন : শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলে ফিরলেন, অনুভূতি কেমন?

মুস্তাফিজ : অনেকদিন বাইরে ছিলাম, ইনজুরির পর নিউজিল্যান্ড সফরে ছিলাম। টেস্টেও দলের সঙ্গে ছিলাম, কিন্তু খেলতে পারিনি। ইনজুরির পরে খেলার অভ্যাস ছিল না। ভারতে আমি যেতে পারিনি। তবে দুটি বিসিএলের ম্যাচ খেলেছি, সেখানে ভালো হয়েছে।

প্রশ্ন : পুরনো আত্মবিশ্বাস ফিরছে বলে কি মনে হচ্ছে?

মুস্তাফিজ : এখন অনেক ভালো মনে হচ্ছে।

প্রশ্ন : শ্রীলঙ্কা সিরিজ নিয়ে কি ভাবছেন?

মুস্তাফিজ : টেস্ট দলে আছি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকব কিনা জানি না। যদি তিন সংস্করণে থাকতে পারি, চেষ্টা করব আমার সেরাটা দেওয়ার।

প্রশ্ন : অনেক দিন পর ফিরছেন, আগের মুস্তাফিজকে কি পাওয়া যাবে?

মুস্তাফিজ : আমাকে সুযোগ দিলে আমি চেষ্টা করব সেরাটা দেওয়ার। আগের মতো বৈচিত্র্যময় বোলিং করার চেষ্টা করব। বিসিএলে দুটি ম্যাচ খেলেছি। ওখানে জোরে এবং সুইং করানোর চেষ্টা করেছি। আর আমার কাটার কিংবা স্লোয়ার যেটা আছে, সেটা চার দিনের ম্যাচে ততটা কার্যকরী হয় না। তবে আমি ভালো জায়গায় ধারাবাহিক ছন্দে বল করার চেষ্টা করেছি। এখন আমি আত্মবিশ্বাসী।

/আরআই/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!