X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কে হচ্ছেন মেসিদের কোচ?

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০১৭, ১৯:২২আপডেট : ০২ মার্চ ২০১৭, ১৯:২২

সাম্পাওলি ও ভালভের্দে, বার্সেলোনার কোচের দৌড়ে তাদের নামই শোনা যাচ্ছে বেশি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন লুই এনরিকে। বার্সেলোনার কোচের চেয়ারে তার জায়গায় কে বসবেন, সেটা এখনও নিশ্চিত নয়। তবে স্প্যানিশ মিডিয়ায় কিন্তু শোনা যাচ্ছে অনেক নামই।

বুধবার রাতে স্পোর্তিং গিহনের বিপক্ষে মাঠে নেমেছিল বার্সেলোনা। ঘরের মাঠের লিগ ম্যাচটি কাতালান ক্লাবটি জিতেছে ৬-১ গোলের বড় ব্যবধানে। ওই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আচমকা কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এনরিকে। জানিয়ে দেন, মৌসুম শেষে থাকছেন না আর মেসিদের কোচ। এনরিকে চলে গেলে তার উত্তরসূরি কে হচ্ছেন, সেটা নিয়ে চলছে এখন আলোচনা। বার্সেলোনা থেকে কারও নাম উচ্চারিত না হলেও স্প্যানিশ মিডিয়ায় শোনা যাচ্ছে বেশ কয়েকটি নাম। যাদের মধ্যে সবচেয়ে ফেভারিট ভাবা হচ্ছে হোর্হে সাম্পাওলিকে।

চিলিকে প্রথম কোনও শিরোপা জেতানো এই আর্জেন্টাইন কোচ এখন কাজ করছেন সেভিয়ার হয়ে। চলতি লিগ মৌসুমে তার দুর্দান্ত কোচিংয়ে সেভিয়া এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। লিগ টেবিলে রয়েছে তৃতীয় স্থানে। অবশ্য শীর্ষে থাকা বার্সেলোনা কিংবা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই সাম্পাওলির দল। এনরিকের ঘোষণার অনেক আগে থেকেই বার্সেলোনার পরবর্তী কোচ হিসেবে শোনা যাচ্ছিল এই আর্জেন্টাইনের নাম। সাম্পাওলির নিজেরও যে কাতালান ক্লাবটির কোচ হওয়ার আগ্রহ আছে, সেটা স্পষ্ট করেছেন তিনি নিজেই। কিছু দিন আগে এক সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী কোচ জানিয়েছিলেন, তার স্বপ্ন মেসিকে একদিন কোচিং করানোর। এনরিকে সরে দাঁড়ানোর পর তাই দুয়ে দুয়ে চার মেলানো যেতেই পারে!

আরও একজনের নাম উড়ছে বাতাসে। ২০১৩ সাল থেকে অ্যাথলেতিক বিলবাওয়ের দায়িত্ব পালন করা এরনেস্কো ভালভের্দে। খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার হয়ে দুই মৌসুম খেলা সাবেক এই ফরোয়ার্ড তার ফুটবল মেধা দিয়ে স্পেনে প্রতিষ্ঠিত করেছেন নিজের নাম। গুঞ্জনের পালে হাওয়া লাগাচ্ছে মাউরিচিও পোচেত্তিনোর নাম। টটেনহামের দায়িত্ব পালন করা এই কোচও হতে পারেন এনরিকের উত্তরসূরি। এভারটনের দায়িত্ব পালন করা রোলান্ড কোয়েমান ছিলেন বার্সেলোনার ‘ড্রিম টিম’-এর সদস্য। তা ছাড়া ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি কাতালান ক্লাবটিতে কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। তাই সাবেক ডাচ তারকার নাম উঠাটা স্বাভাবিক।

মেসি-ইনিয়েস্তাদের এক সময়কার সতীর্থ জাভির নামও কিন্তু শোনা যাচ্ছে। ২০১৫ সালে শৈশবের ক্লাবকে বিদায় জানিয়ে জাভি যোগ দিয়েছেন কাতারের আল-সাদ ক্লাবে। সেখানে খেলোয়াড়ের পাশাপাশি কোচিংয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। এনরিকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় তাকেও ভাবা হচ্ছে বার্সেলোনার ভবিষ্যৎ কোচ। এছাড়া সদ্য লিস্টার সিটি থেকে বরখাস্ত হওয়া ক্লাউদিও রানিয়েরি ও আর্সেনালের আর্সেন ওয়েঙ্গারের নামও শোনা যাচ্ছে স্প্যানিশ মিডিয়ায়। মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ