X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মধ্যাঞ্চলকে ভুগিয়ে ছেড়েছেন তুষার-নাফীস

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০১৭, ২০:৫৬আপডেট : ০৬ মার্চ ২০১৭, ২০:৫৬

শাহরিয়ার নাফীস ও তুষার ইমরান (ফাইল ফটো) দ্বিতীয় দিনটাও অসাধারণ কাটল দক্ষিণাঞ্চলের। বাংলাদেশ ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে সোমবার মধ্যাঞ্চলের বোলারদের বিরাট ভোগা ভুগিয়েছেন তাদের দুই ব্যাটসম্যান- তুষার ইমরান ও শাহরিয়ার নাফীস। একজন ডাবল সেঞ্চুরি মেরে আউট হয়েছেন, আরেকজন আছেন অপেক্ষায়। দক্ষিণাঞ্চল সংগ্রহ করেছে ৮ উইকেটে ৭০১ রান।

২ উইকেটে ৩২৫ রানে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণাঞ্চল। মিথুন সকাল সকাল সাজঘরে ফিরেছেন। আগের দিনের সঙ্গে চারটি রান যোগ করে মোহাম্মদ শরীফের কাছে বোল্ড হন তিনি। ১৩১ রানে মিথুন আউট হওয়ার মধ্য দিয়ে ভাঙে ২৩০ রানের শক্ত জুটি।

পরের ব্যাটসম্যান নাফীস চতুর্থ উইকেটে তুষারের সঙ্গে যোগ করেন ২১৫ রান। চলতি আসরে দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানো তুষারকে সাজঘরে পাঠিয়ে জুটিটি ভাঙেন মার্শাল আইয়ুব। চতুর্থ রাউন্ডে ২২০ রান করা তুষার ক্যাচ তুলে দেন সাইফ হাসানের কাছে। তার আগে ৩৪০ বল খেলে ২১টি চারে ২১৭ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।

বাকি দিন নাফীস দাপট দেখিয়েছেন ২২ গজে। তিনি দিন শেষ করেছেন ১৭০ রানে অপরাজিত থেকে। নাজমুল ইসলাম খেলছিলেন ২৫ রানে। দক্ষিণাঞ্চল দিন শেষ করেছে সাত শতাধিক রান করে।

দিন শেষে স্কোরবোর্ড বলছে নাফীস ও তুষার ভালোই ভুগিয়েছেন মধ্যাঞ্চলের বোলারদের। শুধুমাত্র উইকেটরক্ষক নুরুল হাসান বল করতে আসেননি। বাকি ১০ জনকেই বল করতে হয়েছে। তাদের মধ্যে শুভাগত সবচেয়ে বেশি ২০২ রান দিলেও তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া শতাধিক রান দিয়েছেন আবু হায়দার (১০০), মোশাররফ হোসেন (১৩৮) ও তাইবুর রহমান (১০১)।

অন্য ম্যাচে উত্তরাঞ্চল শেষ পর্যন্ত বড় কোনও সংগ্রহ করতে পারেনি। তারা অলআউট হয়েছে ৩৭৪ রানে। পূর্বাঞ্চলের বিপক্ষে ৫ উইকেটে ৩০৫ রানে দ্বিতীয় দিন নেমেছিল তারা। কিন্তু বাকি ৫ উইকেট তারা হারায় ৬৯ রানের ব্যবধানে। নাজমুল হাসান শান্ত ও ধীমান ঘোষের ৫৭ রানের জুটি ভেঙে উইকেট উৎসব শুরু করেন মোহাম্মদ সাইফউদ্দিন। নাজমুল ৪৩ রানে আউট হন। পরের ওভারে আবুল হাসানের বলে ৪৭ রানে ধীমান আউট হলে আর কেউ ঘুরে দাঁড়াতে পারেনি।

পূর্বাঞ্চলের পক্ষে বল হাতে সাইফউদ্দিন চারটি ও তিনটি উইকেট নেন আবুল হাসান।

প্রথম ইনিংসে জবাব দিতে নেমে পূর্বাঞ্চল দুই ওপেনারকে হারায় দ্রুত। যেটা চলতে থাকে সারাদিন। শফিউল ইসলামের বোলিং তোপে মাত্র ১২৮ রানেই ৭ উইকেট হারায় তারা। দক্ষিণাঞ্চলের এ পেসার ১৭ ওভারে ৫৬ রান দিয়ে নেন ৫ উইকেট। পূর্বাঞ্চল দিন শেষ করেছে ৭ উইকেটে ১৯২ রানে। সূত্র- ক্রিকইনফো

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ