X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্রুত ডিকবিলা-মেন্ডিসকে ফেরাতে চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (গল) থেকে
০৭ মার্চ ২০১৭, ২১:০৯আপডেট : ০৭ মার্চ ২০১৭, ২৩:১৪

বাংলাদেশের পথের কাঁটা হয়ে আছেন মেন্ডিস গল টেস্টের প্রথম দিনশেষে শ্রীলঙ্কা চার উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩২১ রান। ১৬৬ রানে মেন্ডিস এবং ১৪ রানে ডিকবিলা অপরাজিত আছেন। বাংলাদেশকে ম্যাচে ফিরতে হলে এই দুইজনকেই দ্রুত ফেরাতে হবে। ঠিক এমনটাই মনে করছেন বাংলাদেশের তরুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মঙ্গলবার ম্যাচের প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে দ্বিতীয় দিনের পরিকল্পনা জানান মিরাজ, ‘ওদের টপ অর্ডারের চার ব্যাটসম্যান নেই। ক্রিজে যে দুইজন আছেন তারাই শেষ ব্যাটসম্যান। কালকে সকালে দ্রুত ওদের ফেরাতে পারলে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা চলে আসবে। এই উইকেটে শেষের ব্যাটসম্যানদের রান করা খুব কঠিন। আমাদের লক্ষ্য রান কম দেওয়ার পাশাপাশি দ্রুত ওদের বিদায় করা।’

প্রথম দিন স্বাগতিকরা ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও তৃপ্তির ঢেকুর মিরাজের, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। মাত্র চারটি উইকেট নিতে পেরেছি, তারপরও বলব শেষ পর্যন্ত আমাদের সবকিছু ভালো হয়েছে। ওদের (মেন্ডিস-গুনারত্নে) জুটিটা ভাঙতে পেরেছি। আশা করি কাল সকালে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াব।’

প্রথম দিনের উইকেট থেকে ব্যাটসম্যানরাই সুবিধা আদায় করে নিয়েছে। দ্বিতীয় দিনেও স্পিনাদের সাহয্য পাওয়ার কথা নয়। কুশল মেন্ডিসের উইকেট গেলে আরও ভালো কিছু হতে মানছেন মিরাজ, ‘স্পিনাররা উইকেট থেকে তেমন কোনও সাহায্য পায়নি। ওদের ব্যাটসম্যানরা বিশেষ করে কুশল মেন্ডিস খুব ভালোভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করছে। ও আউট হয়ে গেলে খেলাটা অন্যরকম হতে পারত।’

শেষ দুই দিন উইকেট বদলে যাবে মনে করেন মিরাজ, ‘প্রথম ২ থেকে ৩ দিন উইকেট এরকমই থাকবে। তারপর থেকে একটু টার্ন করা শুরু করবে।’

সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটে বেশ কিছুদিন ধরে সাফল্য পাচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ডকে ঘরের মাঠে হারানোর পর নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে জয় না পেলেও সমীহ আদায় করে নিতে পেরেছে মুশফিকরা। সেই বিশ্বাস থেকেই মিরাজও মনে করেন এই টেস্টে বাংলাদেশ ভালো করবে, ‘আমরা বিশ্বাস করি আগের টেস্ট ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের সিনিয়ার খেলোয়াড়রা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল। তারা ভালো খেলতে পারলেই আমাদের পক্ষে ভালো ফল করা সম্ভব হবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ