X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে হারল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৮:০১আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৮:০৩

কোয়ার্টার ফাইনালে মিসরের কাছে হারল বাংলাদেশ হকি ওয়ার্ল্ড লিগ রাউন্ড-২ এর কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার মিসরের কাছে ৫-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। পাওয়ার, স্কিল, টেকনিক ও ট্যাকটিসে বিশ্বের ২০তম র‌্যাংকিংয়ের দেশটির সঙ্গে যে ব্যাপক পার্থক্য রয়েছে, তা স্পষ্টভাবে দেখা গেলো জাতীয় হকি স্টেডিয়ামে। এই হারের ফলে শনিবার পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে খেলার লড়াইয়ে অবতীর্ণ হবে বাংলাদেশ।

বাংলাদেশের খেলার চিত্রটা ছিল নিম্নরূপ-

 প্রথম কোয়ার্টার

বাংলাদেশের শুরুটা ছিলটা আক্রমণাত্মক, মিসরকে কাউন্টার অ্যাটাক ভিত্তিক খেলতে বাধ্য করে স্বাগতিকরা। তৃতীয় মিনিটে সারোয়ার হোসেন একাই ডানপ্রান্ত দিয়ে ঢুকে পড়েছিলেন। কিন্তু তার জোরালো হিটে ফ্লিক করতে পজিশনে ছিল না কেউই! উল্টো পরের মিনিটে পেনাল্টি কর্নারে গোল খেয়ে বসে বাংলাদেশ। আমরা সাইদের পুশ, আতিফ করিমের স্টপের পর মাহমুদ মামদুহের ড্র্যাগ ঠাঁই নেয় জালে (১-০)।  এরপর সাত মিনিটে বাংলাদেশ ফরোয়ার্ড মিলন হোসেনের রিভার্স হিট ঠেকিয়ে দেন ওয়ায়েল নুরেলদিন।

দ্বিতীয় কোয়ার্টার

দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় মিসর। বাংলাদেশের ডিফেন্সের ব্যর্থতা ছিল গোলের অন্যতম কারণ। হুসাম গাবরান ও আমর সাইদ ওয়ান-টু করে ভেদ করেন বাংলাদেশ ডিফেন্স। পোস্টের সামনে ছিলেন গোলরক্ষক জাহিদ ও ডিফেন্ডার ইমরান পিন্টু। ঠাণ্ডা মাথায় দুইজনের পায়ের মাঝ দিয়ে বল পোস্টে ঠেলে দেন আমর সাইদ (২-০)।

চতুর্থ বা ১৯ মিনিটে সারোয়ারের দুর্দান্ত স্টিক ওয়ার্কের পর কৌশিক বল পেয়ে যান ফাঁকায়। তাতেই বল নিয়ন্ত্রণে নিয়ে আলতো পুশে করেন বাংলাদেশের প্রথম গোল (২-১)।

এরপর কিছুটা এলোমেলো হয়ে যায়  বাংলাদেশ। আর এই সুযোগে দ্রুতগতির একটি পাল্টা আক্রমণে মিসরের তৃতীয় গোলটি করেন জামাল আহমেদ। ২৯ মিনিটে অধিনায়ক আমর আল হাদীর থ্রু পাস থেকে ফ্লিক করে গোর করেন মিডফিল্ডার জামাল (৩-১)।

 তৃতীয় কোয়ার্টার

৩৩ ও ৩৫ মিনিটে পরপর দুটি কর্নার পেয়েও গোল করতে পারেনি বাংলাদেশ। চয়নের করা প্রথমটি ডিফেন্ডারের পায়ে লাগলে পরেরটি ঠিকমতো মারতেই পারেননি চয়ন। এ কোয়ার্টারে মিলন ও রোমান সরকার দুটি গোলের সুযোগ পান। কিন্তু দুজনই নেন দুর্বল হিট আর সোজা গোলরক্ষকের প্যাডে। মিসর দুটি পেনাল্টি কর্নার পেলেও দুটিই তারা পোস্টের বাইরে মারে।

চতুর্থ কোয়ার্টার

৪৯ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোল করেন আমর সাইদ। সহযোগী মিডফিল্ডার এলনাগার আহমেদ ও আমরের কম্বিনেশনে পরাস্ত হয় ডিফেন্স। বক্সের মাঝে ঠাণ্ডা মাথায় গোল করে অনুপম প্রদর্শনীতে দলকে ৪-১ গোলে এগিয়ে দেন আমর। কৌশল অনুযায়ী বলের নিয়ন্ত্রণ রেখে ও মাঠ বড় করে খেলে  বাংলাদেশকে কোনঠাসা করে ফেলে মিসর। ৫৫ মিনিটে সম্মিলিত আক্রমণ থেকে স্কোরলাইন ৫-১ গোলে নিয়ে যান হাসান মোহাম্মদ।

/আরএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা