X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

২৩ ওভার শেষে শ্রীলঙ্কা বোর্ড একাদশের সংগ্রহ ১৫০/২

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (কলম্বো) থেকে
২২ মার্চ ২০১৭, ১২:২৬আপডেট : ২২ মার্চ ২০১৭, ১২:৩৫

২৩ ওভার শেষে শ্রীলঙ্কা বোর্ড একাদশের সংগ্রহ ১৫০/২ ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিচ্ছে শ্রীলঙ্কান বোর্ড একাদশের ব্যাটসম্যানরা। ২৩ ওভার শেষে তাদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৫০ রান। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।



কলম্বো ক্রিকেট গ্রাউন্ড ক্রিকেট একাডেমি মাঠে স্থানীয় সময় সকাল ১০টায় মাঠে নামে সফরকারীরা। টস জিতে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি প্রতিপক্ষ শ্রীলঙ্কান বোর্ড একাদশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।
প্রথম দশ ওভার শেষে স্বাগতিক বোর্ড একাদশ ৬৮ রান সংগ্রহ করে এক উইকেট হারিয়ে। পরের দশ ওভারে তাদের রান বেড়ে দাঁড়ায় ১৩৩ রানে। কুশল পেরেরা ও অধিনায়ক মিলিন্দা সিরিবর্ধনে ব্যাটিং করেছেন।
প্রথশ স্পেলে তাসকিন ও মাশরাফি মিলে ৫ ওভারের স্পেল করেছেন। এরপর এক প্রান্তে বোলিংয়ে আসেন শুভাগত অন্যপ্রান্তে রুবেল হোসেন। এখন পর্যন্ত মাশরাফি তার ৭ জন বোলারকে ব্যবহার করেছেন।
মোসাদ্দেক হোসেন সৈকত, আবুল হাসান রাজুর পর বোলিংয়ে এসেছেন সানজামুল ইসলাম। কেউই বোর্ড একাদশের ব্যাটসম্যানদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেননি।
২০তম ওভারের চতুর্থ বলে আবুল হাসান রাজুর বলে ডিপ এক্সটা কভারের উপরে ক্যাচ দেন সানদান। কিন্তু সহজ ক্যাচ সাউফউদ্দিন তালুবন্দী করতে ব্যর্থ হলে ৫৮ রানে জীবন পান সানদান। যদিও আরও ৯ রান যোগ করে একই জায়গায় সাইফউদ্দিনের বলে রুবেলের তালুবন্দী হয়ে সাজঘরে ফেরেন সানদান। তিনি ৩৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন ৫টি চার ও দুটি ছক্কার সাহায্যে।
প্রথম স্পেলে তাসকিন বেশ ব্যয়বহুল ছিলেন। তিন ওভার বোলিং করে ১৭ রান খরচায় একটি উইকেট নিয়েছেন। অন্যদিকে মাশরাফি ২১ রান খরচ করে উইকেট শূণ্য ছিলেন।
বোর্ড একাদশ ৭.৪ ওভারে প্রথম অর্ধশত রান পূর্ণ করেন। দিলশান মুনাবিরা ২৪ রান করে তাসকিনের বলে আউট হয়েছিলেন। বোর্ড একাদশ তাদের শতরান পূর্ণ করে ১৪তম ওভারে ১০০ রান পূর্ণ করে।
প্রসঙ্গত, প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশের প্রায় সবাই অংশ নেবে। মূলত সবার ব্যাটিং প্রস্তুতির লক্ষ্যেই হাথুরুসিংহের এই পরিকল্পনা। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন না।
আগামী ২৫ মার্চ ডাম্বুলাতে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। সবমিলিয়ে তাই একমাত্র প্রস্তুতি ম্যাচটি টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
অনুশীলন ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দলই গড়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। অলরাউন্ডার মিলিন্দা সিরিবর্ধনেকে অধিনায়ক করে মাঠে নামা একাদশের বেশিরভাগেরই রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা। শ্রীলঙ্কার ওয়ানডে দলে জায়গা পাওয়া ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, থিসারা পেরেরা রয়েছেন স্কোয়াডে।
একাদশের বেশ কয়েকজনই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা লিগে খেলেছেন। সেই সুবাদে বাংলাদেশের ক্রিকেটারদের খেলা সম্পর্কেও খুব ভালো জানা তাদের।
/আরআই/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
এক মোটরসাইকেলে ৩ ব্যবসায়ী, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেলো দুজনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
আন্তর্জাতিক ক্রিকেটে এই বছরই শেষ অ্যান্ডারসনের
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র