X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে লঙ্কানদের এগিয়ে রাখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৪ মার্চ ২০১৭, ২০:৫২আপডেট : ২৪ মার্চ ২০১৭, ২০:৫৮

ওয়ানডেতে লঙ্কানদের এগিয়ে রাখছেন মাশরাফি মুশফিক থেকে শুরু করে দলের টিম ম্যানেজমেন্ট পর্যন্ত অনেকেই ওয়ানডে সিরিজে নিজেদের দলকেই এগিয়ে রাখেছেন। কিন্তু সীমিত ওভারের অধিনায়ক মাশরাফি মনে করছেন ঠিক উল্টো! তার মতে টেস্টের চেয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কা দলটা আরও বেশি ভালো। সেক্ষেত্রে তাদের বিপক্ষে বাংলাদেশকে জিততে হলে তিন বিভাগেই সেরা ক্রিকেট খেলতে হবে।

সংবাদ সম্মেলনে মাশরাফি নিজের মত প্রকাশ করেছেন এভাবে, ‘ওদের ওয়ানডে বা টি-টোয়েন্টি দল বেশ পরিপক্ক। বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে। এক সময় আমাদের দলেও ছিল। যারা এখন অভিজ্ঞ হয়েছে। কাজটা সহজ হবে না। যেভাবে লোকজন মনে করছে, তেমন হবে না। আমাদের তাই সতর্ক থাকতে হবে। শুরু থেকেই নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।’

কোন দলকে এগিয়ে রাখতে চান এমন প্রশ্নে কৌশলী হয়ে উঠেন মাশরাফি, ‘আমি যদি এগিয়েও থাকি বা পিছিয়েও থাকি- তাতে কোন লাভ নেই। আমাদের ভালো ক্রিকেট খেলেই জিততে হবে। প্রতিপক্ষ যারাই হোক। টেস্টে লম্বা ইনিংস খেলার জন্য পরিপক্কতার প্রয়োজন হয়। ১০০ করেও দেখা যায় ম্যাচ বাঁচানো যায় না। নিউজিল্যান্ডে সাকিব ২০০ করেও ম্যাচ বাঁচাতে পারেনি। কিন্তু ওয়ানডেতে দুই তিনজন যদি ৭০- ৮০ করে ফেলে, ম্যাচ জিতিয়ে দিতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে একটা ব্যাপার আছে। সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশে ভালো খেলেছি। কিন্তু নিউজিল্যান্ড থেকে আমাদের অন্য চ্যালেঞ্জ শুরু হয়েছে। যেখানে আমরা পারিনি। এখানে আমাদের জন্য আলাদা চ্যালেঞ্জ। হোমের বাইরে খেলা সব সময়ই কঠিন।’

ওপেনিংয়ে তামিম-সৌম্যর পর সাব্বির-সাকিব-মুশফিক-মোসাদ্দেক-রিয়াদের মতো খেলোয়াড় আছে। সব মিলিয়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপটা শক্তিশালী। মাশরাফিও তাই মনে করছেন, ‘আমাদের ব্যাটিং লাইনটা বেশ দৃঢ়। তবে ওয়ানডে জিততে চাইলে তিন বিভাগেই ভালো খেলতে হবে। সব মিলিয়ে, শুধু ব্যাটিং নয়। সব বিভাগেই লঙ্কানদের বিপক্ষে ভালো খেলতে হবে। ওদের দলে কিন্তু বেশ কয়েকজন বোলারও আছে। সব দিকেই তাই নজর রাখতে হবে।’

এর আগে ডাম্বুলায় তিনটি ম্যাচেই বাংলাদেশ বাজে ভাবে হেরেছে। এর মধ্যে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশের বোলারদের ওপর ছড়ি ঘুড়িয়ে ৩০০ প্লাস রান করেছে প্রতিপক্ষ। সবমিলিয়ে ডাম্বুলায় বাজে স্মৃতি আছে টাইগারদের। মাশরাফির প্রত্যাশা ওই সময়টাকে পেছনে ফেলতে পারবে তার দল, ‘আমরা এখানে এশিয়া কাপ খেলেছিলাম। তখন বাজে ক্রিকেট খেলেছি। যদিও সব সময় আমরা সেরাটাই খেলতে চাই। এবার প্রথম থেকেই আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব।’

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
ইমরান খান ও বুশরা বিবিরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা না বলতে আদালতের নির্দেশ
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
বিতর্কিত আউটের ছবি পোস্ট করে মুশফিক লিখলেন...
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
এই গরমে শিরোনামহীনের শীতল সুর!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী