X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে তেতে থাকা শ্রীলঙ্কা

রবিউল ইসলাম, শ্রীলঙ্কা (ডাম্বুলা) থেকে
২৫ মার্চ ২০১৭, ১০:০০আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১০:০০



আত্মবিশ্বাসী বাংলাদেশের সামনে তেতে থাকা শ্রীলঙ্কা তেতে থাকা শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশ। আজ শনিবার বাংলাদেশ সময় বেলা তিনটায় রানগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল ২২ গজের ময়দানী যুদ্ধে মুখোমুখি হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও টেন থ্রি চ্যানেলে।

অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে অতিথিরা। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা। তাই শনিবার কে ভাগ্য বদলাবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে! এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সবকিছু মিলিয়ে অনেক চাপ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

যদিও ডাম্বুলাতে বাংলাদেশের হয়ে পরিসংখ্যান কথা বলছে না। কেননা তিনটি ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। শুধু তাই নয়, তিন ম্যাচের দুটিতে ডাম্বুলা স্টেডিয়ামের রেকর্ডবুকে বেশ কয়েকটা রেকর্ড তালিকাভুক্ত রয়েছে।

বাংলাদেশের জন্য আশার কথা- স্কোয়াডের ৬ জন খেলোয়াড়ের এই ভেন্যুতে খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১০ এশিয়া কাপে মাশরাফির নেতৃত্বে সাকিব, মুশফিক, রিয়াদ, ইমরুল, তামিম খেলেছেন। ৭ বছর পর এদের অভিজ্ঞতা আরও বেড়েছে। সেই সঙ্গে দলে আছেন বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ ক্রিকেটার।

এত কিছু যখন বাংলাদেশের জন্য ইতিবাচক হয়ে আসছে। তখন ডাম্বুলার ইতিহাসটা এবারই পাল্টানোর সবচেয়ে বড় সুযোগ। মাশরাফিও তাই মনে করছেন, ‘আমরা এখানে এশিয়া কাপ খেলেছিলাম। তখন বাজে ক্রিকেট খেলেছি। যদিও সবসময় আমরা সেরাটাই খেলতে চাই। এবার প্রথম থেকেই আমরা নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব।’

বাংলাদেশ চাইলে ২০১৩ সাল থেকেও প্রেরণা নিতে পারে। সেবার বর্তমান দলের চাইতে শক্তিশালী দলের বিপক্ষে ১-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ ড্র করেছিল। লঙ্কান এবারের দলটি গতবারের চেয়ে খানিকটা খর্বশক্তির। মাশরাফি অবশ্য শ্রীলঙ্কান ওয়ানডে দলকেই এগিয়ে রাখছেন। তার মতে, ‘শ্রীলঙ্কারে ওয়ানডে দলটা টেস্টের চেয়ে ভালো। দলটাতে এক ঝাঁক উদীয়মান তরুণ ক্রিকেটার রয়েছে। তাদের বিপক্ষে জিততে গেলে আমাদের তিন বিভাগে সেরা ক্রিকেট খেলা লাগবে।’

লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশটা কেমন হবে-বিষয়টি নিয়ে মধুর সমস্যায় রয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কলম্বো ছেড়েছিলেন মিরাজ। প্রায় ২৪ ঘণ্টা টানা জার্নি শেষে শুক্রবার একটি সেশন অনুশীলন করার সুযোগ পেয়েছেন তিনি। বিকল্প হিসেবেই মূলত মিরাজকে স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে। যদিও শুক্রবার সবার আগে নেটে গিয়েছেন মেহেদি হাসান।

মাশরাফি অবশ্য একাদশ নিয়ে কিছু বললেন না, ‘ম্যাচ শুরু হওয়ার আগে সবার সম্মিলিত সিদ্ধান্তে একাদশ নির্বাচন করা হবে। তবে স্কোয়াডে মিরাজ এসে যোগ দেওয়াতে বৈচিত্র্য আছে স্কোয়াডে। আমরা সম্ভাব্য সেরা দলটা বেছে নেবো।’

কোনও কারণে মিরাজকে না খেলালে তার জায়গায় খেলবেন শুভাগত হোম। অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের খেলার সম্ভাবনাই বেশি। অন্যদিকে তিনজন পেসার নিয়ে খেললে সানজামুলকে বসে থাকতে হবে। সেক্ষেত্রে মুস্তাফিজ ও মাশরাফির সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা শুভাশিষ রায়ের। তবে দুই পেসার খেললে বাংলাদেশের বোলিং আক্রমণে দেখা যাবে মাশরাফি ও মুস্তাফিজকে। তৃতীয় স্পিনার হিসেবে তখন দেখা যাবে সানজামুল ইসলামকে।

/এফআইআর/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা