X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

৩০০ ছাড়িয়ে গেল বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ১৮:৩৭আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৮:৫০

সাকিব আল হাসান শ্রীলঙ্কা সফরে স্বতঃস্ফূর্ত তামিম ইকবাল। টেস্টে হাফসেঞ্চুরির ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরি করেছেন বাংলাদেশি ওপেনার। তিনি সেঞ্চুরির কিছুক্ষণ পর সাকিব আল হাসান ক্যারিয়ারের ৩৩তম ফিফটি পান। এর পর কয়েকটি চার-ছক্কা মেরে আউট হতে হয়েছে সাকিবকে।  তামিমও ফিরে যান কয়েক বল পর। তবে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেনের জুটিতে তিন’শ ছাড়ায় বাংলাদেশ।

২০১৩ সালের পর ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় সেঞ্চুরি পান তামিম। ওইবার হাম্বানতোতায় ১১২ রান করেন তিনি। শনিবার এনিয়ে ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি পেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ১২৭ বলে ১২ চারে শতক ছোঁন তামিম।

৪৯ ওভারে ৫ উইকেটে ৩০৪ রান করেছে বাংলাদেশ। তামিম ১২৭ রানে আউট হন।৬১ বলে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ হাফসেঞ্চুরি করে তামিমকে উপযুক্ত সঙ্গ দেন সাকিব। তাদের জুটিটি ছিল ১৪৪ রানের। সুরাঙ্গা লাকমলের বলে সান্দাকানের হাতে ক্যাচ দেন সাকিব, শেষ হয় তার ৭১ বলে ৭২ রানের ইনিংস।

এর আগে স্কয়ার দিয়ে আসেলা গুনারত্নেকে একটি বাউন্ডারি মারেন সাকিব, যে শটে মাত্র ৩৬.৩ ওভারে বাংলাদেশের স্কোর দুই’শ ছাড়িয়ে যায়। ওয়ানডেতে বেশ দ্রুত এক ইনিংস খেলল সফরকারীরা। শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে সাব্বির রহমানের হাফসেঞ্চুরি ও তামিম ইকবালের সেঞ্চুরিতে রানের গতি বাড়ায় সফরকারীরা।

টস জিতে তিন ম্যাচের ওয়ানডের সিরিজে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ নামে ব্যাটিংয়ে। প্রথম চার ওভারে বেশ নজর কেড়েছিলেন তামিম। উদ্বোধনীতে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন তিনি। কিন্তু উপযুক্ত সঙ্গ দিতে পারেননি সৌম্য।

সৌম্য সরকার শনিবার নিজেকে মেলে ধরতে পারেননি। ওপেনার তামিমের সঙ্গে মাত্র ২৯ রানের জুটি গড়তে পেরেছিলেন তিনি। দলের পঞ্চম ওভারে প্রথম উইকেট হারালেও তামিম ও সাব্বির রহমানের ব্যাটে দারুণ ছিল বাংলাদেশ।

সুরাঙ্গা লাকমলের বলটি ফ্লিক করেছিলেন সৌম্য, কিন্তু সেটা ব্যাট ছুঁয়ে চলে যায় দিনেশ চান্দিমালের গ্লাভসে। মাত্র ১৩ বলে ১০ রানে আউট হন তিনি। পরে সাব্বির ৯০ রানের জুটি গড়েন তামিমের সঙ্গে। শেষ পর্যন্ত আসেলা গুনারত্নের বলে উপুল থারাঙ্গার দুর্দান্ত ক্যাচের শিকার হন সাব্বির, থামে ৫৬ বলে ৫৪ রানের ইনিংস। তার দারুণ এ ইনিংসে ছিল ১০টি বাউন্ডারি।

মুশফিক বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। লাকশান সান্দাকানের বলে ফিরতি ক্যাচ দেন তিনি। মাত্র ২ বলে থামে তার ১ রানের ইনিংস। এই ব্রেকথ্রু সামলে তামিম ৭৬ বলে ৫০ করেন তিনি।

এর আগে বাংলাদেশের ১২৩তম ক্রিকেটার হিসেবে এদিন ওয়ানডেতে অভিষেক হয়েছে মেহেদী হাসান মিরাজের। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয়েছিল তার। 

প্রথম ওয়ানডেতে তিনটি পরিবর্তন হয়েছে একাদশে। ইমরুল কায়েস, নুরুল হাসান সোহান ও তানভীর হায়দারকে রাখা হয়নি একাদশে। তানভীর অবশ্য লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডেই নেই। মুশফিকুর রহিম নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে ইনজুরিতে পড়েছিলেন। তাতে করে সিরিজের দুটি ম্যাচ মিস হয়েছিল মুশফিকের। এবার ফিরলেন তিনি। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। মুশফিক ফেরাতে বাদ পড়েছেন নুরুল হাসান। অন্য দিকে সৌম্য ফেরায় বাদ পড়েছেন ইমরুল কায়েস।

অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে হলেও সাম্প্রতিক পারফরম্যান্সে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে অতিথিরা। ডাম্বুলাতে বাংলাদেশের কোনও সুখস্মৃতি না থাকলেও সমস্যা নেই। সর্বশেষ তিন ম্যাচের সবকটিই লঙ্কানরা হেরেছে ডাম্বুলাতে। যদিও শততম ম্যাচটি হেরে খানিকটা তেতে আছে লঙ্কান ক্রিকেটাররা। তাই শনিবার কে ভাগ্য বদলাবে সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশের জন্য বড় প্রাপ্তি মানসিক ভাবেও অনেকখানি এগিয়ে থেকে মাঠে নামার সুযোগ পাবে মাশরাফিরা। কেননা বাংলাদেশের বিপক্ষে কলম্বোতে শততম টেস্ট ম্যাচটি হেরে যাওয়ার পর এমনিতেই লঙ্কান সংবাদ মাধ্যম তাদের ক্রিকেটকে মৃত ঘোষণা করেছে! এর মধ্যে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের পাঁচটি ম্যাচই বড় ব্যবধানে হেরেছে লঙ্কানরা। সবকিছু মিলিয়ে অনেক চাপ নিয়েই মাঠে নামবে শ্রীলঙ্কা।

যদিও ডাম্বুলাতে বাংলাদেশের হয়ে পরিসংখ্যান কথা বলছে না। কেননা তিনটি ম্যাচের সবগুলোতেই বড় ব্যবধানে হারতে হয়েছে লাল-সবুজদের। শুধু তাই নয়, তিন ম্যাচের দুটিতে ডাম্বুলা স্টেডিয়ামের রেকর্ডবুকে বেশ কয়েকটা রেকর্ড তালিকাভুক্ত রয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা