X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে আজহার-উমর

স্পোর্টস ডেস্ক
২৫ এপ্রিল ২০১৭, ২১:২১আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২৩:৪৩

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির দলে আজহার-উমর অধিনায়কের দায়িত্ব ছাড়ার পর ওয়ানডে দলে জায়গা হারিয়েছিলেন আজহার আলী। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে দলে ছিলেন না এই ব্যাটসম্যান। যদিও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি দলের দরজা খুলে গেছে আজহারের। তার সঙ্গে ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন উমর আকমল। আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুজন-ফাহিম আশরাফ ও ফখর জামান। তবে জায়গা হয়নি কামরান আকমলের।

ইংল্যান্ডের টুর্নামেন্টটিতে পাকিস্তান দলে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা দুজন। ফাহিম আশরাফের এখনও অভিষেক হয়নি আন্তর্জাতিক ক্রিকেটে। ২৩ বছর বয়সী এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে থাকলেও জায়গা হয়নি একাদশে। ফখর জামান অবশ্য খেলেছেন টি-টোয়েন্টি। কুড়ি ওভারের ক্রিকেটে ৩ ম্যাচ খেলা এই ব্যাটসম্যান চ্যাম্পিয়নস ট্রফিতে অপেক্ষায় থাকবেন ওয়ানডে অভিষেকের।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর পাকিস্তানের ওয়ানডে দলে জায়গা হারান আজহার ও উমর। ওই সিরিজের আগে পাকিস্তানের ওয়ানডের অধিনায়কত্ব ছাড়া আজহার বিবেচনায় আসেননি ক্যারিবিয়ান সফরে। এক সিরিজ বাইরে থেকে এখন চ্যাম্পিয়নস ট্রফিতে নামার অপেক্ষায় আছেন তার এক সময়কার সহ-অধিনায়ক সরফরাজ আহমেদের নেতৃত্বে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কামরান আকমল। কুড়ি ওভারের আসরে সিরিজসেরা হওয়ার পুরস্কার হিসেবে তিনি জায়গাও পেয়ে যান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে। যদিও পারফরম্যান্সের ধারা সচল রাখতে পারেননি জাতীয় দলের জার্সিতে। তাই ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে রাখেননি দলে।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। ‘বি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ক্রিকইনফো

পাকিস্তান দল:

সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আহমেদ শেহজাদ, আজহার আলী, মোহাম্মদ হাফিজ, বাবর আজম, শোয়েব মালিক, উমর আকমল, ইমাদ ওয়াসিম, ফখর জামান, ফাহিম আশরাফ, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, হাসান আলী, শাদাব খান।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
আবারও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া 
জরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
নিউইয়র্ক জালিয়াতি মামলাজরিমানার ৪৬৪ মিলিয়ন ডলার বন্ড জোগাড় করতে পারেননি ট্রাম্প
বাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
পরিবহন মালিক সমিতির হুঁশিয়ারিবাড়তি ভাড়া নিলে সেই গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের