X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোনালদোর কাছে ফাইনাল জেতার সুযোগ ‘ফিফটি-ফিফটি’

স্পোর্টস ডেস্ক
১১ মে ২০১৭, ১৮:৩৭আপডেট : ১১ মে ২০১৭, ১৮:৩৭

রোনালদোর কাছে ফাইনাল জেতার সুযোগ ‘ফিফটি-ফিফটি’ প্রস্তুত চ্যাম্পিয়নস লিগ ফাইনালের মঞ্চ। ঠিক হয়ে হয়ে গেছে শিরোপা লড়াইয়ের দুই প্রতিপক্ষও। মোনাকোকে হারিয়ে কার্ডিফের টিকিট নিশ্চিত করা জুভেন্টাসের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগে হারলেও প্রথম লেগের ৩-০ গোলের জয় ফাইনালে তুলে দিয়েছে রিয়ালকে। সান্তিয়াগো বার্নাব্যুর ওই ম্যাচে হ্যাটট্রিক করা ক্রিস্তিয়ানো রোনালদোর দিকেই ফাইনাল মঞ্চে তাকিয়ে থাকবে মাদ্রিদের সমর্থকরা। পর্তুগিজ যুবরাজ অবশ্য নিজেদের ফেভারিট মানছেন না, তার কাছে দুই দলের ফাইনাল জেতার সম্ভাবনা ‘ফিফটি-ফিফটি’।

দুর্দান্ত ফুটবল খেলে ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। শক্তিশালী রক্ষণে চলতি মৌসুমে গোল হজম করেছে মোটে তিনটি। বিশ্বসেরা আক্রমণভাগ থাকলেও রিয়াল কোচ জিনেদিন জিদানকে তাই ভাবতে হচ্ছে জুভেন্টাসের রক্ষণ নিয়ে। রোনালদোরও খুব ভালো করে জানা জর্জিও কিয়েল্লিনি-লিওনার্দো বনুচ্চিদের নিয়ে গড়া রক্ষণভাগ নিয়ে। সঙ্গে তাদের পেছনে গোলবারের নিচে দাঁড়ানো জিয়ানলুইজি বুফন তো আছেনই।

জুভেন্টাসের শক্তি-সামর্থ্য সম্পর্কে ভালোভাবে জানা আছে বলেই রোনালদোর কাছে ৩ জুনের ফাইনালে দুই দলের সম্ভাবনা সমান। ফাইনাল নিশ্চিতের পর পর্তুগিজ যুবরাজ বলেছেন, ‘মোটেও সহজ ছিল না (চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুম)। এখন আমরা চ্যাম্পিয়নস লিগের শেষ পর্যায়ে, লড়ব শিরোপা জয়ের জন্য। এই মুহূর্তে আমরা দারুণ সময় কাটাচ্ছি, যদিও আমার চোখে ফাইনাল জয়ে দুই দলের সম্ভবানা ফিফটি-ফিফটি।’

সেমিফাইনালের দ্বিতীয় লেগটা মোটেও সুখের ছিল না, বিশেষ করে প্রথম ১৬ মিনিট। ওই সময়ের মধ্যে অ্যাতলেতিকো দুইবার বল জালে জড়িয়ে ভয় ধরিয়ে দিয়েছিল রিয়াল সমর্থকদের মনে। শেষ পর্যন্ত ২-১ গোলে হারলেও প্রথম লেগের ৩-০ গোলের জয়ে ফাইনালে চলে যায় রিয়াল। আর এই ফাইনালে ওঠার পেছনে অভিজ্ঞতাকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখছেন রোনালদো, ‘জানতাম শুরু থেকে অ্যাতলেতিকো চেপে ধরবে, আর ভাগ্য সহায় থাকায় ওরা দ্রুত দুটো গোলও পেয়ে যায়। যদিও অভিজ্ঞতা থেকে আমরা জানতাম একটা গোল করতে পারলেই তাদের চেপে ধরতে পারব। আমরা রিয়াল মাদ্রিদ এবং দেখিয়ে আমরা কতটা অভিজ্ঞ।’ মার্কা

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা