X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মালিক এক, তাই বাদ পড়তে হবে!

স্পোর্টস ডেস্ক
১৬ মে ২০১৭, ২২:১৬আপডেট : ১৬ মে ২০১৭, ২২:১৬

মালিক এক হওয়ায় ঝামেলায় পড়েছে সাল্জবুর্গ ও লিপজিগ ‘এলেন, খেললেন, জয় করলেন’-ব্যাপারটা সে রকমই। মাত্র ৭ বছর আগে প্রতিষ্ঠিত ক্লাবটি বুন্দেসলিগার প্রথম মৌসুমেই কিনা তাক লাগিয়ে দিল ফুটবল বিশ্বকে! গত মৌসুমে জার্মানির দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে নাম লেখায় আরবি লিপজিগ, পুরো নাম যার রাসেন বল স্পোর্টস লিপজিগ। বুন্দেসলিগার বড় বড় সব দলকে পেছনে ফেলে নিজেদের ইতিহাসের প্রথম মৌসুমেই হয়ে যায় রানার্স আপ। তাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বও হয়ে যায় নিশ্চিত।

কিন্তু এত সুখ সইলো না যে তাদের! ‘অদ্ভুত’ এক নিয়মের জালে আটকা পড়ল জার্মান লিগের ক্লাবটি। বাইরের কোনও ঝামেলা নয়, ঘরের ভেতরকার জট চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে দিয়েছে বড় ধাক্কা। ক্লাবের মালিক এক হওয়ায় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার আসরে নাও খেলা হতে পারে লিপজিগের। তাদের মালিকের অন্য ক্লাবও যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ।

সমস্যাটা বেঁধেছে এখানেই। উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকের দুই ক্লাব নির্দিষ্ট কোনও মৌসুমে খেলতে পারবে না একসঙ্গে। লিপজিগের মালিক বিশ্বখ্যাত এনার্জি ড্রিংস প্রতিষ্ঠান ‘রেড বুল’-এর মালিকানাধীন অস্ট্রিয়ান ক্লাব সাল্জবুর্গও পেয়েছে চ্যাম্পিয়নস লিগের টিকিট। তাই নিয়ম অনুযায়ী বাদ পড়তে হবে যে কোনও এক ক্লাবকে। মালিকানা স্বত্ত্বের এই প্যাঁচে পড়ে বাদ পড়ার সম্ভাবনা বেশি লিপজিগেরই। কারণ বুন্দেসলিগায় তারা হয়েছে দ্বিতীয়, অন্যদিকে সাল্জবুর্গ টানা চতুর্থবারের মতো জিতেছে অস্ট্রিয়ান প্রিমিয়ার লিগের শিরোপা। অবশ্য এখনও কোনও কিছু চূড়ান্ত নয়, সামনের মাসে উয়েফার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কোনও এক দল খেলবে নাকি দুই দলই সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগে।

বুন্দেসলিগায় রানার্সআপ হয়েছে লিপজিগ লিপজিগ আশাবাদী তাদের চ্যাম্পিয়নস লিগ অভিষেকের ব্যাপারে। যদিও ‘রেড বুল’-এর মালিকাধীন এক দল খেলার সুযোগ পেলে সেক্ষেত্রে সম্ভাবনা বেশি সাল্জবুর্গের। একে তারা অস্ট্রিয়ান লিগের শিরোপা জিতেছে, সঙ্গে আবার চ্যাম্পিয়নস লিগে খেলার অভিজ্ঞতা আছে তাদের। অস্ট্রিয়ান চ্যাম্পিয়নরা যদিও সরাসরি মূল পর্বের টিকিট পায়নি, দ্বিতীয় বাছাই পর্বের বাধা পেরিয়ে তবেই যেতে হবে তাদের আসল মঞ্চে। এই জায়গায় এগিয়ে লিপজিগ। বুন্দেসলিগার রানার্স আপ হওয়ায় তারা সরাসরি নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব।

এখন কথা হচ্ছে, এক মালিকের দুই ক্লাব একই প্রতিযোগিতায় খেললে কী এমন অসুবিধা? উয়েফা মনে করে, একই মালিকের ক্লাব যদি একই প্রতিযোগিতায় অংশ নেয়, তাহলে যে কোনও একটা পর্যায়ে গিয়ে তারা মুখোমুখি হয়ে যাবে। তখন মালিকানা একই হওয়ায় ম্যাচটি ‘প্রাণ’ হারাতে পারে এই আশঙ্কায় নিয়মটি করেছে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি।

লিপজিগ ও সাল্জবুর্গই প্রথম নয়, এর আগেও একই মালিকানা স্বত্ত্বে ঝামেলায় পড়েছে আরও ক্লাব। ১৯৯৮ সালের ইউরোপিয়ান প্রতিযোগিতায় তো স্পার্তা প্রাগ ও এইকে এথেন্সের খেলাই হয়নি! দুটো ক্লাবের মালিক ছিল একই-‘এরিক কোম্পানি’। ২০০৪ সালে একই ঝামেলায় পড়েছিল চেলসি ও সিএসকেএ মস্কো, যখন চ্যাম্পিয়নস লিগের ড্র ভাগ্য মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল দুই ক্লাবকে। সিএসকেএ’র বড় অংশের শেয়ার ছিল ইংলিশ ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচের।

অস্ট্রিয়ান লিগের শিরোপা জিতেছে সাল্জবুর্গ ‘রেড বুল’ পড়েছে একই ঝামেলায়। যার খেসারত দিতে হচ্ছে লিপজিগ ও সাল্জবুর্গকে। উয়েফার ‘অদ্ভুত’ নিয়মে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে যে কোনও এক দল। সেটা আবার কিনা একই মালিক হওয়ার ‘অপরাধে’!

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা