X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় হার গাজীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০১৭, ১৯:২১আপডেট : ২১ মে ২০১৭, ১৯:৫৫

গাজী গ্রুপ ও প্রাইম ব্যাংকের খেলার দৃশ্য ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শেষ মুহূর্তে এসে অচেনা গাজী গ্রুপ ক্রিকেটার্স। টানা ৯ ম্যাচ জেতা দলটি প্রথম পর্বের শেষ দুই ম্যাচ হেরে গেল। গত বৃহস্পতিবার কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল তারা। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় আবার হারল গাজী গ্রুপ।

অবশ্য টানা দুই ম্যাচ হারলেও ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে গাজী গ্রুপ। আর ৭ উইকেটের এ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এলো প্রাইম ব্যাংক।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামে গাজী গ্রুপ। ৩ রানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। প্রাথমিক ওই ধাক্কা গাজী গ্রুপ সামলে ওঠে মুমিনুল হক ও জহুরুল ইসলামের ব্যাটে। তাদের দুজনের ফিফটিতে ১৪৯ রানের জুটি গড়ে শীর্ষ দলটি। ১০৬ বলে ৩ চার ও ১ ছয়ে ৭৯ রানে মুমিনুল আউট হলে আবার ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।

গাজী গ্রুপের শেষ ৭ ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন ৬২ রানের ব্যবধানে। জহুরুল ৬৬ রানে রিটায়ার্ড আউট হন। এছাড়া অধিনায়ক নাদিফ চৌধুরী (২৬) ও সোহরাওয়ার্দী শুভ (১৫) কেবল দুই অঙ্কের ঘরে রান করেন। ৫০ ওভার শেষে ৯ উইকেটে ২১৪ রান করে গাজী গ্রুপ।

প্রাইম ব্যাংকের নাজমুল ইসলাম ৩ উইকেট নেন। ২টি করে পান আল-আমিন হোসেন ও তাইবুর রহমান।

খুব সহজে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। ৪৬.৫ ওভারে ৩ উইকেটে তারা করে ২১৮ রান। জাকির হাসান ও অভিমন্যু ঈশ্বরণের ফিফটি সবচেয়ে বেশি অবদান রেখেছে প্রাইম ব্যাংকের জয়ে। জাকির ৬৬ রানে রিটায়ার্ড আউট হন, ম্যাচসেরা তিনি। ৫২ রান করেন ঈশ্বরণ। আল-আমিন ৪১ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে নেন। এছাড়া তাইবুর করেন ৩৩ রান।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!