X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কন্তের ‘ডাবল’

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০১৭, ১৭:২৮আপডেট : ২৩ মে ২০১৭, ২১:৫৫

আন্তোনিও কন্তে প্রথম মৌসুমেই করেছেন বাজিমাত। দায়িত্ব নিয়েই চেলসিকে এনে দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। দলীয় অর্জনের পর ব্যক্তিগত পুরস্কারের খাতাও পূর্ণ করছেন আন্তোনিও কন্তে। জিতেছেন ‘ডাবল’ পুরস্কার। প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচের সঙ্গে এই ইতালিয়ান জিতেছেন লিগ ম্যানেজার অ্যাসোসিয়েশনের (এলএমএ) দেওয়া বর্ষসেরা কোচের পুরস্কারও।

ব্রিটেনের বাইরে মাত্র তৃতীয় কোচ হিসেবে কন্তে জিতেছেন এলএমএ’র পুরস্কারটি। গত মৌসুমে তার স্বদেশি ক্লাউদিও রানিয়েরি জিতেছিলেন পুরস্কারটি। আর ২০০২ ও ২০০৪ সালে দুবার সেরা কোচ হয়েছিলেন আর্সেনালের আর্সেন ওয়েঙ্গার। চেলসির দায়িত্ব নিয়ে পুরোপুরি বদলে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। গত মৌসুমে যারা লিগ শেষ করেছিল দশম স্থানে থেকে, তারা এবার দুই ম্যাচ আগেই নিশ্চিত করে প্রিমিয়ার লিগের শিরোপা।

অথচ মৌসুম শুরুর আগের আবহ ছিল অন্যরকম। আর্সেন ওয়েঙ্গার, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ ছিলেন আগে থেকেই; সঙ্গে এবার প্রিমিয়ার লিগে কোচের খাতায় নাম তোলেন পেপ গার্দিওলা ও কন্তে। মাঠের লড়াইয়ের সঙ্গে ডাগ আউটে বিশ্বসেরা কোচদের লড়াইটাও তাই যায় জমে। শেষ পর্যন্ত কোন কোচের মুখে হাসে থাকে, সেটাই ছিল দেখার। সবাইকে পেছনে ফেলে জুভেন্টাসের সাবেক কোচ জিতে নেন শিরোপা। যাতে প্রিমিয়ার লিগের মৌসুমসেরা কোচের পুরস্কারটাও করে নেন নিজের। লিগের ৩৮ ম্যাচের ৩০টিতে জিতে চেলসির শিরোপা নিশ্চিত করেন কন্তে। স্কাই স্পোর্টস

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ