X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শিরোপা হাতে দেশে ফেরার স্বপ্ন জার্মানির

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৭, ১৪:০৬আপডেট : ৩০ জুন ২০১৭, ১৪:০৮

শিরোপা হাতে দেশে ফেরার স্বপ্ন জার্মানির রাশিয়া বিশ্বকাপের আগে বিশ্রাম দিতে অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই কনফেডারেশনস কাপে খেলতে গেছে জার্মানি। তরুণ সেই দলটি সবাইকে চমকে দিয়ে উঠেছে ফাইনালে। কোচ ইওয়াখিম ল্যোভ তার ‘তরুণ’ জার্মানির এমন সফলতা দেখে মুগ্ধ। এখন তার চোখ শিরোপায়। বিশ্বকাপের ‘পোশাকি মহড়া’র মঞ্চ থেকে ট্রফি হাতে দেশে ফেরার স্বপ্ন বিশ্বজয়ী কোচের।

গত বৃহস্পতিবার সোচিতে মেক্সিকোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। আগামী রবিবার সেন্ট পিটার্সবার্গে তারা মুখোমুখি হবে টানা কোপা আমেরিকাজয়ী চিলির। তাদের বিপক্ষে মাঠে নামার আগে উদীয়মান তারকাদের নিয়ে ল্যোভের বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। আগামী বছর বিশ্বকাপ খেলতে রাশিয়ায় ফেরার প্রস্তুতিটা বেশ ভালো হলো মনে করেন তিনি, ‘আমাদের অগ্রগতি হয়েছে। সবগুলো ম্যাচ আমাদের ভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি করেছে। কিন্তু শীর্ষ পর্যায়ের এ ইভেন্ট আমাদের খেলোয়াড়দের অনেক অভিজ্ঞতা দিয়েছে, এটা তাদের সহায়তা করবে।’

পরীক্ষামূলক একটি দল নিয়ে তিন সপ্তাহের এ টুর্নামেন্টে সফল হয়েছেন মনে করেন ল্যোভ। কারও কারও প্রথমবার জাতীয় দলের জার্সি পরার সুযোগ হয়েছে এ প্রতিযোগিতায়। এমন একটি দলকে নিয়ে এতদূর আসাটা ছিল কোচের কাছে কল্পনাতীত। কিন্তু খেলোয়াড়দের মধ্যে জয়ের তীব্র বাসনা তাদের এখানে নিয়ে এসেছে মনে করেন ল্যোভ, ‘তারা সবাই জয়ের জন্য মুখিয়ে থাকে। সবাই একসঙ্গে সেটার জন্য ঝাপিয়ে পড়েছিল এবং প্রকৃত দল হিসেবে পরিণত হয়েছে। তারা খুব উচ্চাকাঙ্ক্ষী এবং দলের হয়ে খেলতে ব্যাকুল।’

ফাইনালেও এ দলটি শেষ তুলির আঁচড় দিয়ে শিরোপা জয়ের স্বপ্নকে রঙিন করতে পারবে বিশ্বাস কোচের, ‘ড্রেসিং রুমে তারা সবাই খুশি। কিন্তু তারা জানে এখনও একটি খেলা বাকি। আমি খুবই আত্মবিশ্বাসী যে তারা সেটা সফলতায় শেষ করতে পারবে।’

চিলির বিপক্ষে টুর্নামেন্টের শুরুতে মুখোমুখি হয়েছিল জার্মানি। যে ম্যাচ ড্র হয়েছিল ১-১ গোলে। তাই চিলি সমীহ পাচ্ছে ল্যোভের কাছে, ‘চিলি প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী দল। আমরা তাদের ভালো করে জানি। তাই পূর্ণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়ব আমরা।’ ইএসপিএনএফসি, গোলডটকম

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা