X
শনিবার, ১১ মে ২০২৪
২৮ বৈশাখ ১৪৩১

পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠক’!

স্পোর্টস ডেস্ক
০৭ জুলাই ২০১৭, ২২:৫৬আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২২:৫৬

পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠক’! ‘স্পেন ছেড়ে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো’- প্রথম বোমাটা ফাটিয়েছিল পর্তুগিজ দৈনিক ‘এ বোলা’। এরপর থেকেই শুরু পর্তুগিজ অধিনায়কের রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জন। সেই গুঞ্জনের পালে হাওয়া আরও জোরে লাগালো স্প্যানিশ দৈনিক ‘ওকে দিয়ারিও’। সংবাদমাধ্যমটির খবর, প্যারিস সেন্ত জার্মেইয়ের মালিক নাসের আল-খেলাইফির সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন রোনালদো। যেখানে ‘ট্রান্সফারের বিশ্ব রেকর্ড’-এর আলোচনা হয়েছে বলে দাবি ওই সংবাদমাধ্যমটির।

রোনালদো এখন অবকাশ যাপন করছেন স্পেনের ইবিজায়। বান্ধবী হোর্হিনা রোদ্রিগেসের সঙ্গে কাটানো সময়ের কোনও এক ফাঁকে তিনি গোপনে সাক্ষাৎকার করেছেন খেলাইফির সঙ্গে। ‘ওকে দিয়ারিও’র দাবি, ইবিজায় ইয়টের (এক ধরনের নৌকা) ভেতর হয়েছে তাদের ‘গোপন বৈঠক’। সেখানে নাকি রোনালদোর সঙ্গে দলবদলের প্রাথমিক আলোচনা করেছেন পিএসজির মালিক!

স্প্যানিশ এক আদালতে দায়ের করা কর ফাঁকির মামলা চলছে রোনালদোর বিরুদ্ধে। স্পেন সরকারকে ১৪.৩ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠার পরই শোনা যায় ক্ষুব্ধ রোনালদো আর থাকতে চাইছেন না মাদ্রিদে। স্প্যানিশ সংবাদমাধ্যমে এটাও ছাপা হয়েছিল, রোনালদো নাকি তার পর্তুগিজ সতীর্থদের জানিয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদে আর থাকছেন না তিনি। তখন থেকেই শুরু রোনালদোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা। যে আলোচনায় সবচেয়ে বেশি শোনা গেছে পিএসজির নাম। ফরাসি ক্লাবটি রিয়ালের কাছে তার জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব করেছে বলেও খবর ছিল স্প্যানিশ মিডিয়ার।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য স্পষ্ট করে কিছু বলতে পারেননি এই বিষয়ে। শুধু জানিয়েছিলেন, ‘জানি ক্রিস্তিয়ানো ক্ষুব্ধ, তবে আমার মনে হয় ও থাকবে।’ দলের সেরা অস্ত্রের সঙ্গে ‘কোনও কথা হয়নি’ উল্লেখ করে পেরেজ জানিয়েছিলেন, জাতীয় দল পর্তুগালের হয়ে কনফেডারেশনস কাপে ব্যস্ত থাকায় তিনি আপাতত নীরব আছেন, টুর্নামেন্ট শেষ হলেই বসছেন আলোচনায়।

রাশিয়ার টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে পর্তুগালের বিদায়ের পর এখনও পেরেজের সঙ্গে কোনও আলোচনা হয়নি রোনালদোর। এর মধ্যেই আবার ছড়িয়ে পড়ল পিএসজির মালিকের সঙ্গে রোনালদোর ‘গোপন বৈঠকের’ খবর।

সত্যিই কী তাহলে রিয়াল ছেড়ে যাচ্ছেন রোনালদো? প্রশ্নের উত্তরটা খুব শিগগিরই মিলে যাবে হয়তো! সান

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
ফলন বেশি, চরাঞ্চলের কৃষকরা ঝুঁকছেন ‘জাপানি মিষ্টি আলু’ চাষে
তার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
উপজেলা নির্বাচনতার পছন্দের প্রার্থীকে ভোট না দিলে কেন্দ্রে যেতে নিষেধ কাদের মির্জার
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১১ মে, ২০২৪)
কালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
উপজেলা নির্বাচনকালীগঞ্জে জামানত হারিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী
সর্বাধিক পঠিত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র