X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে ফেদেরার, ইনজুরিতে সরে দাঁড়ালেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০১৭, ২৩:৪০আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০০:০৭

৪২তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনালে উঠার পর ফেদেরার উইম্বলডনে চলছেই রজার ফেদেরারের দাপট। কোয়ার্টার ফাইনালে তাকে দেখা গেল আরও ভয়ঙ্কর রূপে। কানাডিয়ান প্রতিপক্ষ মিরোস রাওনিক পাত্তাই পেলেন না তার দুর্দান্ত টেনিসের সামনে। সেমিফাইনালে উঠার পথে ফেদেরার সময় নিলেন মাত্র ১ ঘণ্টা ৫৮ মিনিট। ৬-৪, ৬-২, ৭-৬ (৭-৪) গেমের সহজ জয়ে উইম্বলডন থেকে নিজের অষ্টম শিরোপার পথে বড় ধাপ ফেললেন সুইস তারকা।

বুধবারের দিনটা অবশ্য টেনিস বিশ্বের জন্য ভালো কাটেনি। অ্যান্ডি মারে ছিটকে যাওয়ার পর নোভাক জোকোভিচও নিজেকে সরিয়ে নিয়েছেন চোটের কারণে। টমাস বার্দিচের বিপক্ষে দ্বিতীয় সেট চলার সময় নিজেকে গুটিয়ে নেন সার্বিয়ান তারকা। কাঁধের চোটটা জোকোভিচকে ভোগাচ্ছিল টুর্নামেন্টের শুরু থেকেই, তবে কোয়ার্টার ফাইনালে সেটা আরও বড় আকার ধারণ করে। সরে দাঁড়ানোর আগে অবশ্য বার্দিচের বিপক্ষে পিছিয়ে ছিলেন তিনি ৭-৬ (৭-২), ২-০ গেমে।

সেন্টার কোর্টে ফেদেরার নেমেছিলেন উইম্বলডনে নিজের শততম ম্যাচে। মাইলফলক ছোঁয়া ম্যাচের শুরু থেকেই ছিলেন ছন্দে। মায়াবী ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডের ঢেউ তুলে গোটা সময় মাতিয়ে রেখেছেন তিনি সেন্টার কোর্টের দর্শকদের। প্রতিদ্বন্দ্বী রাওনিক তৃতীয় সেটে যা একটু প্রতিরোধ গড়েছিলেন, সমানতালে লড়ে সেট নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারে। সেখানে প্রথমে তিন পয়েন্টে এগিয়ে গিয়ে সেট জয়ের সুবাসও পেতে থাকেন কানাডিয়ান তারকা। কিন্তু অভিজ্ঞ ফেদেরার ঠিকই ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করেন তার ৪২তম গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল।
ইনজুরিতে সরে দাঁড়িয়েছেন জোকোভিচ ‘বিগ ফোর’-এর একমাত্র খেলোয়াড় হিসেবে সেমিফাইনালে উঠলেন ফেদেরার। অথচ উইম্বলডনের ড্রয়ের পর দুর্দান্ত এক সেমিফাইনালের লাইনআপের অপেক্ষায় ছিল টেনিস বিশ্ব। ‘বিগ ফোর’-এর কেউ অঘটনের শিকার না হলে সেমিফাইনালে দেখা হতো তাদের একে অন্যের সঙ্গে। অ্যান্ডি মারে বনাম রাফায়েল নাদাল এবং রজার ফেদেরার বনাম নোভাক জোকোভিচের উত্তেজনাকর দ্বৈরথের অপেক্ষায় ছিল টেনিস বিশ্ব। কিন্তু অঘটন আর দুর্ভাগ্যের ছোঁয়ায় সব কিছু গেল ভেস্তে। নাদাল বিদায় নিলেন শেষ ষোলো থেকে, আর চ্যাম্পিয়ন মারে ছিটকে যান কোয়ার্টার ফাইনাল থেকে। জোকোভিচ তো আর দুর্ভাগা! লড়াই করার সুযোগটাই পেলেন না চোটের কারণে।

এতে ফেদেরারের খুশিই হওয়ার কথা! ‘বিগ ফোর’-এর তিনজন বিদায় নেওয়ায় উইম্বলডনের শিরোপা জয়ের পথটা যে সহজ হয়ে গেল সুইস তারকার। কারণ জোকোভিচ জিতলে শেষ চারেই দেখা হয়ে যেত তার সার্বিয়ান তারকার সঙ্গে। বিবিসি

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!