X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেস্টেও স্বস্তিতে নেই শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ১৮:০১আপডেট : ১৫ জুলাই ২০১৭, ১৮:১৩

বোলিংয়েও শ্রীলঙ্কাকে কোণঠাসা করে রেখেছে জিম্বাবুয়ে নতুন এক জিম্বাবুয়ের দেখা মিলছে শ্রীলঙ্কায়। দ্বীপ দেশটিকে তাদের ঘরের মাঠেই ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। ৫০ ওভারের ক্রিকেটের পর টেস্টেও দুর্দান্ত এক জিম্বাবুয়েকে দেখা যাচ্ছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। স্বাগতিকদের বিপক্ষে চমৎকার ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়িয়েছে আফ্রিকার দেশটি। যাতে কোণঠাসা হয়ে পড়েছে লঙ্কানরা। দ্বিতীয় দিন শেষে দিনেশ চান্ডিমালের দল করতে পেরেছে ৭ উইকেটে ২৯৩ রান। প্রথম ইনিংসে সফরকারীদের চেয়ে এখনও পিছিয়ে আছে তারা ৬৩ রানে।

ক্রেগ আরভিনের ঝলমলে ১৬০ রানের ইনিংসের ওপর ভর দিয়ে জিম্বাবুয়ে প্রথম দিন শেষ করেছিল ৮ উইকেটে ৩৪৪ রানে। দ্বিতীয় দিনে আর ১২ রান যোগ করেই অলআউট হয়ে যায় তারা। সকালের সেশনেই তাই ব্যাটিংয়ে নামার সুযোগ পায় স্বাগতিকরা। শুরুটাও হয়েছিল তাদের দারুণ। দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও উপুল থারাঙ্গার টেস্ট মেজাজী ব্যাটিংয়ে শক্ত ভিত পায় লঙ্কানরা। উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ হওয়ায় বড় সংগ্রহের ইঙ্গিতই দিচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু ২৫ রান করে করুণারত্নে আউট হয়ে গেলে পাল্টে যায় দৃশ্যপট। খানিক পর কুশল মেন্ডিসও (১১) প্যাভিলিয়নের পথ ধরলে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেটা আরও বড় আকার ধারণ করে সেট ব্যাটসম্যান থারাঙ্গা রান আউট হলে। ১০৭ বলে ৭১ রানের কার্যকরী ইনিংস খেলে যখন প্যাভিলিয়নে ফিরলেন, শ্রীলঙ্কার স্কোর তখন ৩ উইকেটে ১১৬।

চাপ কাটিয়ে উঠার দায়িত্ব কাঁধে তুলে নেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। চতুর্থ উইকেটে তারা ৯৬ রান যোগ করলে প্রাণ ফেরে শ্রীলঙ্কার ইনিংসে। অধিনায়ক হিসেবে প্রথম হাফসেঞ্চুরির দেখা পান চান্ডিমাল। কিন্তু ফিফটি করেই যেন দায়িত্ব শেষ করে ফেললেন এই ব্যাটসম্যান! গ্রায়েম ক্রেমারের বলে ৫৫ রানে থামে তার ইনিংস। ওই ধাক্কাটা আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। নিরোশান ডিকবিলা (৬) এসেই ফিরে যান ক্রেমারের বলে বোল্ড হয়ে। ভালো শুরু করে ম্যাথুজও পারেননি দলকে টেনে তুলতে, আউট হন ৪১ রান করে।

২৬ রানের মধ্যে দলের সেরা তিন ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়া শ্রীলঙ্কাকে টেনে তোলার চেষ্টা চালিয়ে যান দিলরুয়ান পেরেরা ও অসেলা গুনারত্নে। দাঁড়িয়েও গিয়েছিল জুটিটা, কিন্তু শেষ বিকেলে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে দিলরুয়ান (৩৩) ফিরে গেলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা। দিন শেষে ২৪ রানে অপরাজিত থাকা গুনারত্নে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ৫ রানে অপরাজিত থাকা রঙ্গনা হেরাথকে নিয়ে।

দ্বিতীয় দিনে বোলিংয়ে আলো ছড়ানো জিম্বাবুয়ের সেরা বোলার অধিনায়ক ক্রেমার। ১০০ রান খরচায় এই স্পিনার পেয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

(দ্বিতীয় দিন শেষে)

জিম্বাবুয়ে : প্রথম ইনিংসে ৯৪.৪ ওভারে ৩৫৬ (আরভিন ১৬০, সিকান্দার ৩৬, ওয়ালার ৩৬; হেরাথ ৫/১১৬)।

শ্রীলঙ্কা : প্রথম ইনিংসে ৮৩ ওভারে ২৯৩/৭ (থারাঙ্গা ৭১, চান্ডিমাল ৫৫, ম্যাথুজ ৪১, দিলরুয়ান ৩৩, করুণারত্নে ২৫; ক্রেমার ৩/১০০)।

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!