X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ড সফরে ক্যারিবীয় দলে দুই নতুন মুখ

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ১১:১১আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১১:২৪

ফিরেছেন পেসার কেমার রোচ। ইংল্যান্ডে টেস্ট খেলতে নতুন মুখ নিয়েই যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডেতে কিছুদিন আগে অভিষেক হওয়া কাইল হোপের সঙ্গে ডাক পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার রেমন রিফার। ১৭ আগস্ট শুরু হতে যাওয়া সিরিজে দীর্ঘ দিন পর দলে ফিরেছেন পেসার কেমার রোচ।

২০১৬ সালে পড়তি ফর্মের কারণেই বাদ পড়েন রোচ। তবে ঘরোয়া ক্রিকেট ও পেশাদার ক্রিকেট লিগে দুর্দান্ত বোলিং ফের দলে ফেরার সুযোগ করে দিয়েছে এই পেসারকে। ১৬.১৭ গড়ে নিয়েছেন ২৩টি উইকেট। রিফারও ছিলেন আরও দুর্দান্ত ফর্মে। গায়ানার হয়ে ৩৬ উইকেট নিয়েছেন। এছাড়া ব্যাট হাতেও করেন ৪৪৫ রান।

নতুন দু্ই মুখ নেওয়ার পেছনের ব্যাখ্যায় ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান কোর্টনি ব্রাউন বলেছেন, ‘টেস্টে দুইজন নতুন মুখ রয়েছে। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ওদের অনেক অভিজ্ঞতাও রয়েছে। যেখানে কাইল আমাদের তৃতীয় ওপেনারের বিকল্প হিসেবে থাকবে আর ৩ নম্বরে তো রয়েছেই। এছাড়া রেমন বাঁহাতি বোলার হিসেবে অনেক বৈচিত্র্য আনতে পারে।’

এদিকে কিছুদিন আগেই সিনিয়র ক্রিকেটারদের দলে ভেড়ানোর ব্যাপারে শিথিলতার কথা বলেছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ড। কিন্তু কথার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সেই পরিকল্পনা। স্কোয়াডে অভিজ্ঞ কাউকেই রাখেনি তারা। যার কারণ হতে পারে ওই সিরিজের সময় চলতে থাকা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সেখানে বেশিরভাগ তারকা ক্রিকোটাররাই খেলার জন্য চুক্তিবদ্ধ রয়েছেন।

তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে এজবাস্টনে। সেখানে দিবা-রাত্রির টেস্ট দিয়েই শুরু হবে তাদের যাত্রা।

স্কোয়াড: জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট, দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডরউইচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমেয়ার, কাইল হোপ, শাই হোপ, আলজারি জোসেপ, কিয়েরন পাওয়েল, রেমন রিফার, কেমার রোচ।  

/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ