X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাস্ত্রীকে বোঝার তো কিছু নেই : কোহলি

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৭, ২১:২৬আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২১:৩৫

সংবাদ সম্মেলনে রবি শাস্ত্রী ও বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন রবি শাস্ত্রী। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যকার কিংবা ভারতীয় দলের কর্তা হিসেবে কাজ করা সাবেক এই অলরাউন্ডার এখন জাতীয় দলের কোচ। শ্রীলঙ্কা সফর দিয়ে মিশন শুরু করার আগে প্রথমবার তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে।

কোহলির সঙ্গে খারাপ সম্পর্কের কারণেই কোচের পদ থেকে অনিল কুম্বলে সরে দাঁড়িয়েছেন বলে খবর ভারতীয় মিডিয়ার। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া শাস্ত্রীর সঙ্গে তাই কোহলির সম্পর্কের রসায়নটা সবচেয়ে জরুরি। ভারতীয় অধিনায়ক অবশ্য সম্পর্কের জায়গা নিয়ে ভাবছেনই না! শাস্ত্রীর সঙ্গে আগেই কাজ করেছেন বলে তাকে নতুন করে জানারও খুব বেশি প্রয়োজন মনে করছেন না কোহলি।

কোচের পদ পেয়ে প্রথমবার কাজ করতে যাচ্ছেন শাস্ত্রী। তবে টিম ডিরেক্টর হিসেবে ভারতীয় দলের ছায়া হয়ে ছিলেন তিনি অনেক দিন, যেখানে কাজ করেছেন কোচের ভূমিকাতেই। এমনকি ২০১৫ সালের বিশ্বকাপেও কোচহীন ভারতকে সামলেছিলেন শাস্ত্রী। একসঙ্গে কাজ করার সেই অভিজ্ঞতাই তুলে ধরলেন কোহলি সংবাদ সম্মেলনে, ‘আমরা একসঙ্গে কাজ করেছি গত তিন বছর। তাই আমার মনে হয় না নতুন করে (শাস্ত্রীকে) জানার দরকার আছে আর। আগে কাজ করার অভিজ্ঞতা থেকে আমরা জানি কী প্রত্যাশা রয়েছে সামনে। তাই নতুন করে কোনও কিছু করার দরকার নেই বলে আমি মনে করি।’

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। অথচ জয়ের পাল্লা ভারী ছিল তাদের দিকেই। ওই টুর্নামেন্টের পর আবার তার সঙ্গে সম্পর্ক খারাপের কারণে কুম্বলের সরে দাঁড়ানোর খবরে উত্তাল হয়ে উঠে ভারতীয় মিডিয়া। নিশ্চয় অনেক চাপে ছিলেন কোহলি? সংবাদ সম্মেলনে অবশ্য কোহলি গত কয়েক সপ্তাহের পরিস্থিতি তুলে ধরলেন এভাবে, ‘আমার মনে হয় না বাড়তি কোনও চাপ ছিল আমার উপর। দল হিসেবে আমরা সবসময় সাফল্য চাই। প্রত্যেকেই খারাপ সময় পার করেছে। আমার উপর বাড়তি কোনও চাপ ছিল না। অধিনায়ক হওয়ার আগে থেকেই তো আমি নিজের দায়িত্ব পালন করে আসছি।’ পিটিআই

/কেআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ