X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হারমানপ্রীতের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক
২১ জুলাই ২০১৭, ১০:২৯আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৩:১৫

অসাধারণ এক ইনিংস খেলে মাঠ ছাড়লেন হারমানপ্রীত ডার্বিতে আবহাওয়া বাধ সেধেছিল শুরুতেই। ভারী বর্ষণে ম্যাচ নিয়ে দেখা দিয়েছিল সংশয়। তবে সব শঙ্কা কাটিয়ে শুরু হয় মেয়েদের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। যেখানে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল ভারত। হারমানপ্রীত কৌরের অনবদ্য এক ইনিংসে ছয়বারের রেকর্ড শিরোপাজয়ীদের বিদায় করেছে তারা। ৩৬ রানে জিতে ২০০৫ সালের পর প্রথমবার ফাইনালে উঠল ভারত।

১২ বছর আগে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ফাইনাল হারের শোধ নিল ভারত। আগামী ২৩ জুলাই লর্ডসে তারা প্রথম শিরোপার লক্ষ্যে মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের।

বৃহস্পতিবার বৃষ্টিতে কাটছাট হয়ে ম্যাচটি হয় ৪২ ওভারের। ওই সময়টুকু যথেষ্ট ছিল হারমানপ্রীতের অবিশ্বাস্য ব্যাটিংয়ের জন্য। ভারত ৯.২ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে নামেন এ টপ অর্ডার ব্যাটার। শুরুটা তিনি সাবধানে খেললেও শেষদিকে তার রোষানলে পড়ে অস্ট্রেলিয়ার বোলাররা। বিশ্বকাপের নকআউট পর্বের রেকর্ড ১৭১ রানের ইনিংস খেলেন তিনি ১১৫ বলে। ২০টি চার ও ৭টি ছয়ে সাজানো তার অনবদ্য এ ইনিংস।

বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান করার পথে হারমানপ্রীত প্রথম ফিফটি পান ৬৪ বলে, দ্বিতীয়টি আসে ২৬ বলে। তৃতীয়বার পঞ্চাশ ছোঁন মাত্র ১৭ বলে। তার গতিময় ইনিংসটি ভাঙলে আরও অবিশ্বাস্য লাগবে, প্রথম ৭৫ বলে ৬৮ রান করার পর শেষ ৪০ বলে তিনি করেছেন বাকি ১০৩ রান।

৪২ ওভারে ৪ উইকেটে ভারত করে ২৮১ রান। ম্যাচটা ৫০ ওভারে হলে হয়তো দলীয় স্কোরের রেকর্ড ভাঙত ভারত। অবশ্য তাদের দলীয় স্কোর শুরুতে যথেষ্ট মনে হয়নি এলিস ভিলানি ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল জুটি যতক্ষণ ক্রিজে ছিল। ২১ রানে অস্ট্রেলিয়া ৩ উইকেট হারালে তারা আশা জাগান। তবে ১০৫ রানের জুটি ভাঙলে কেবল ব্ল্যাকওয়েল প্রতিরোধ গড়েন। ভিলানি ৫৮ বলে ১৩ চারে ৭৫ রান করে আউট হন। ভারতীয় বোলাররা বাকি কাজ সারেন। ব্ল্যাকওয়েল ইনিংস সেরা ৯০ রানে আউট হলে ৪০.১ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

ভারতের পক্ষে বল হাতে দিপ্তী শর্মা সর্বোচ্চ ৩ উইকেট নেন। দুটি করে পান ঝুলন গোস্বামী ও শিখা পান্ডিয়া। ক্রিকইনফো

/এফএইচএম/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত